ফরিদপুর শহর থেকে সিএন্ডবি ঘাট পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা ধারন করার ফলে, বিপাকে পরতে হচ্ছে স্থানীয় জনতাসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা সাধারন জনতার। কারন এই সড়কের প্রায় গুরুত্বপুর্ন স্থানই ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে পরেছে। সরেজমিনে দেখা যায় প্রতিনিয়তই ফরিদপুর জেলার বাসিন্দাগণসহ বিভিন্ন জেলা উপজেলার কার্য সম্পাদনের জন্য এই সড়ক টিই ব্যাবহার করে থাকে। কিন্তু দীর্ঘ দিন ধরে রাস্তার গুরুত্বপূর্ন স্থানগুলি ভেঙ্গে যাওয়ায় মারাত্মক ঝুকিপূর্ন হয়ে উঠেছে। আর ঝুকি নিয়েই এ সড়ক দিয়ে চলছে ছোট-বড় যানবাহন। এমনকি রাস্তা চলাচলের সময় ও সাধারন নাগরিককে জীবনের ঝুঁকি নিয়ে পথ চলতে হচ্ছে। যে কোন সময় ভারী কোন যানবাহন ভাঙ্গা অংশের কারনে দুর্ঘটনায় পরতে পারে, এতে লাইনচুত্য যানবাহনগুলি পথচারিদের জীবনের বড় কোন দুর্ঘটনার কারন হয়ে দাড়াতে পারে। বর্তমানে সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে বড়-বড় গর্ত। সড়কের এসব গর্তে বৃষ্টির পানি জমে ভয়াবহ রূপ ধারন করে। ফলে রাস্তায় যানবাহন চলাচলসহ সাধারন মানুষের ভোগান্তি বেরেই চলেছে। প্রধান সড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে অবহেলা ও সংস্কারহীন অবস্থায় পড়ে থাকায় ফরিদপুরবাসীর মধ্যে চাপা ক্ষোভও বিরাজ করছে। উল্লেখ্য নৌ-বন্দর হিসাবে ফরিদপুর শহরের সিএন্ডবি ঘাট একটি উল্লেখ যোগ্য এলাকা, যেখানে লক্ষ লক্ষ টাকা সরকারের রাজস্ব খাতে জমা হচ্ছে। কিন্তু এই রাস্তার অর্ধাংশ পিচ ঢালাই হয়েছে, বাকি অংশের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছে এলাকাবাসি।