শরৎকাল
ভাদ্র-আশ্বিন দুই মাস
হয় শরৎকাল,
এসময় গাছে গাছে
পাকে কাঁচা তাল।
এসময় সাদা মেঘ
থাকে নীল আকাশে,
সাদা বক উড়ে বেড়ায়
দক্ষিণা বাতাসে।
শরৎজুড়ে প্রকৃতি নাচে
হাসে শিউলি ফুল,
কাশবনে ভরে ওঠে
নদীর দু’কূল।
রূপের শরৎ
রং ছড়ানো আকাশ তলে
কাশফুল হাসে,
তিড়িংবিড়িং ফড়িং নাচ
শরৎ চোখে ভাসে।
বিলে-ঝিলে শাপলা হাসে
পানকৌড়ির মেলা,
শিউলি ফুলের গন্ধে কাটে
শরৎ সারাবেলা।
আকাশ পানে বকের সারি
সাদা মেঘের ভেলা,
রঙে রঙিন রূপের শরৎ
রূপের চলে মেলা।
কাশফুল
শরৎ এলে বাংলাজুড়ে
কাশফুল হাসে,
মন মাতানো শুভ্র হাসি
প্রকৃতিজুড়ে ভাসে।
নদীর তীরে বিলের পাড়ে
মন মাতানো হাসি,
হাসির সাথে তাল মেলাতে
শরৎ বাজায় বাঁশি।
শরৎ বাঁশির সুরে সুরে
দোলে কাশবন,
শুভ্রমাখা হাসি দেখে
শরৎ ভরে মন।