চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে হাটহাজারীতে উদালিয়া ফকির টিলার উত্তরে খাল দিয়ে পাচার করে নেওয়ার সময় ১৫৪পিছ সেগুন কাঠ জব্দ করেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৮আগস্ট) এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন। উপজেলা প্রশাসনের সুত্রে জানা যায়, উপজেলার উদালিয়া, ফকির টিলার উত্তরে নাছিরের বাড়ির পেছনে খাল মধ্য দিয়ে একটা চক্র দীর্ঘদিন ধরে এই এলাকায় সরকারি বনের কাঠ কেটে পাচার করে আসছে বলে গোপন সংবাদে জানতে পেরে, মঙ্গলবার বিকেলে ইউএনও রুহুল আমিন নেতৃত্বে অভিযান চালিয়ে১৫৭পিছ সেগুন কাঠ জব্দ করেন।এই সময় কাউকে আটক করা যায়নি। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ র“হুল আমিন জানান,সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন সচেতন নাগরিক আমাকে কাঠ পাচারের খবর দিলে আমি উপজেলার উদালিয়া, ফকির টিলার উত্তরে নাছিরের বাড়ির পেছনে দ্রুত অভিযান পরিচালনা করি। এ সময় প্রায় ১৫৪ পিছ সেগুন কাঠ জব্দ করি।চোরাকারবারিরা ভ্রাম্যমাণ আদালত দেখে খালে ঝাঁপ দিলে কাউকে ধরা যায় নি।তাদেরকে ধরার জন্য নজরদারি অব্যাহত থাকবে