চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়কের পাশে গ্যাস সিলিন্ডার রেখে যানচলাচলের বিঘ্ন সৃষ্টি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার লিচুবাগান এলাকায় এই অভিযান চালানো হয়। এছাড়া মরিয়মনগর চৌমুহনী সড়ক ও জনপথ এর জায়গায় অবৈধ করা একটি স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।
রোববার (৯ আগষ্ট) বিকেলে এই অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও মো. মাসুদুর রহমান এবং নির্বাহী হাকিম ও সহকারি কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম। আদালতকে সহযোগিতা করে রাঙ্গুনিয়া থানা পুলিশ।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও লিচুবাগান এলাকায় সড়কে গ্যাস সিলিন্ডার রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এদিকে গ্যাস সিলিন্ডার বিধি লঙ্ঘন করে উপজেলার যত্রতত্র বিক্রি হচ্ছে এলপি গ্যাসের সিলিন্ডার। আচ্ছাদিত এলাকায় বিক্রি করার নির্দেশ থাকলেও রাস্তার পাশে, বাজার এলাকা ও সড়কের মোড়ে তরল পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের সিলিন্ডার রাখা হয়েছে। এভাবে বিক্রি করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।