নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরকাঁকড়া ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফর ১০ কেজি করে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়া ৩ বস্তা চাল জব্দ করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
অভিযোগ উঠেছে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করার কথা। কিন্তু চরকাঁকড়া ইউনিয়নে কার্ডপ্রতি ৮ কেজি থেকে সাড়ে ৮ কেজি করে সেই চাল বিতরণ করা হয়।
এখানেই শেষ নয়, দুস্থদের মধ্যে ভিজিএফ কার্ড বিতরণ না করে নিজেদের তৈরি স্লিপ দিয়ে চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা রিয়াদ হোসেনকে ৩০০ কেজি ভিজিএফ কার্ডের চাল দিয়ে দেয়।
এ বিষয়ে চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়রম্যান হাজী সফি উল্যাহ অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, কোন অনিয়ন হয়নি। উদ্যোক্তা রিয়াদের বাড়ি থেকে ৩ বস্তা ভিজিএফ কার্ডের চাল উদ্ধারের বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, থানার মাধ্যমে তিনি এ অভিযোগ সম্পর্কে অবহিত হয়েছেন। তদন্ত করে অপরাধী যেই হোক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।