সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ব্রাহ্মনগ্রাম থেকে হাট পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার যমুনার ভাঙন কবলিত পশ্চিম তীরে নির্মানাধীন তীররক্ষা বাঁধ এলাকায় দফায় দফায় কাজ বন্ধ, সময়ক্ষেপন ও অনিয়ম-দুর্নীতি প্রতিবাদ ও দ্রুত কাজ সম্পন্ন দাবীতে মানববন্ধন করা হয়েছে। বুধবার দুপুরে এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে সৈয়দপুর কবরস্থান এলাকায় যমুনার নদী পাড়ে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। শাহজাদপুর উপজেলা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি ফারুক রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবাদুর রশিদ, এনায়েতপুর থানা নদী বাঁচাও আন্দোলনের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, শাহজাদপুর উপজেলা কমিটির সহসভাপতি আল মামুন, সমাস সেবক ওসমান গণি, বসির আহম্মেদ ও শিক্ষার্থী আয়শা খাতুন সহ নানা শ্রেনী পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, এনায়েতপুর থেকে হাট পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার এলাকায় রক্ষায় সাড়ে ৬শ কোটি টাকার স্থায়ী বাঁধটি সংশ্লিষ্টদের চরম গাফিলতির কারনে নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় বার বার এসব এলাকার বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙ্গনের কবলে পড়ে মানুষজন নি:স্ব হয়ে পড়েছে। এ অবস্থায় বক্তারা দ্রুত কাজ সম্পন্নসহ প্রকল্পের অর্থলুটের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দাবী জানান।