সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত হানিফ হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সালাউদ্দিন (৪৫) কে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর একটি বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত ১২:৩০ ঘটিকার সময় বগুড়া জেলার গাবতলী থানাধীন সোনারায় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত সালাউদ্দিন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন তালগাছি এলাকার বাসিন্দা। তিনি আলোচিত হানিফ হত্যা মামলার অন্যতম আসামি। মামলার বিবরণ অনুযায়ী, গত ৮ আগস্ট ২০২৪ তারিখ সকালে তালগাছি বাজারে একা পেয়ে হানিফ হোসেনকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তিনি বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় হানিফের ছেলে আল আমিন বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাবের এই অভিযানের ফলে দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি সালাউদ্দিনকে অবশেষে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।