চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) রাজস্ব বিভাগ আগামীকাল শনিবার বন্ধের দিনও খোলা থাকবে। অর্থ বছরের শেষদিকে নাগরিকদের গৃহকর ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধের সুবিধার্থে চসিকের রাজস্ব বিভাগের আটটি সার্কেল খোলা রাখা হচ্ছে। তবে ২৯ জুনের পর আবারও সপ্তাহে ৫ দিনের কার্যক্রমে ফিরবে।
চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, অর্থবছরের শেষ মাস জুন সমাপ্তির দিকে থাকায় নাগরিকরা যাতে কর ছাড়ের সুবিধা পান, সেজন্য শনিবারও চসিকের রাজস্ব বিভাগের ৮টি আঞ্চলিক কার্যালয় খোলা থাকবে।
নাগরিকরা সারচার্জবিহীন বকেয়াসহ হালনাগাদ সমুদয় গৃহকর ও ট্রেড লাইসেন্স ফি স্ব-স্ব এলাকার আঞ্চলিক কার্যালয়ে পরিশোধ করতে পারবেন। চসিকের প্রধান কার্যালয়ের রাজস্ব বিভাগ থেকে এ কার্যক্রম মনিটরিং করা হবে বলেও জানান তিনি।