কক্সবাজার সদরের পিএমখালীতে বসতভিটে দখলের চেষ্টা চালিয়েছে দূর্বৃত্তরা। এতে বাঁধা দেওয়ায় কুপিয়ে আহত করেছে বাড়ীতে থাকা ৪ নারীসহ ৫ জনকে। এ সময় তারা ঘরবাড়ির আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুঠ করে নিয়ে যায়। গত ২০ জুন সন্ধ্যায় কক্সবাজার সদরের পিএমখালীস্থ জুমছড়ি এলাকার মোঃ নাছির উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সদর মডেল থানায় মৃত লেদু মিয়ার ছেলে নাছির উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। সদর থানার মামলা নং-৫২/৪২৯। মামলার বাদী নাছির উদ্দিন জানায়, বিগত ৫ বছর আগে বসতভিটা জায়গা কিনে সেখানে বাড়ীঘর নির্মান করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি। কিছুদিন ধরে আসামীগন আমার বসতভিটা জোরপূর্বক দখল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছে। তারই লক্ষ্যে গত ২০ জুন সন্ধ্যা সাড়ে ৬ টায় আসামীগণ হাতে ধারালো দা, লোহার রড, কাঠের বাটাম ইত্যাদি সজ্জিত হয়ে আমার বসতভিটায় অনধিকার প্রবেশ করে। এসময় বাঁধা দিলে আসামীগন আমার স্ত্রী সহ বাসায় বেড়াতে আসা লোকজনকে এলোপাতাড়িভাবে হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আহতদের শোর-চিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। তারা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করায়। একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসক। তিনি আরও জানায়, দূর্বৃত্তরা যাওয়ার সময় আমাকে হত্যা করবে বলে হুমকি দিয়ে যায়। তারা যাওয়ার সময় নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এসআই রোকনুজ্জামান জানান, ঘটনায় রুজু হওয়া মামলায় আসামীদের ধরতে অভিযান অব্যহত রয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, আসামীদের ধরতে মামলার তদন্তকারী কর্মকর্তা কয়েকদফা অভিযান চালিয়েছে। কাউকে আটক করা সম্ভব হয়নি। এই অভিযান অব্যহত রয়েছে।