গাইবান্ধার পলাশবাড়ীতে দুপক্ষের সংঘর্ষে আহত রুবেল মিয়া (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। নিহত রুবেল পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের মৃত নজির হোসেনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান জানান, নারী ঘটিত একটি বিষয় নিয়ে (কিশোর প্রেম) ঈদের পর দিন দুপুরে বোর্ড বাজার এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রাজা মিয়া, লিখন মিয়া, রুবেল মিয়া ঘটনার প্রতিবাদ জানালে দুষ্কৃতকারী দুদুমিয়া, শামসুর আলম, আইয়ুব হোসেন, আবু সাঈদ তাদের ওপর হামলা করে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মাথায় গুরুতর আঘাত পাওয়া রুবেলকে প্রথমে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। ঢাকার ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান রুবেল। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা করেছেন। ওসি আজমিরুজ্জামান আরও বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।