গাইবান্ধার গোবিন্দগঞ্জে শোলাগাড়ী ঈদগাহ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক স্থানীয় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বুধবার (১৬ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারির মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ হোসেন বরাবর স্বারকলিপি প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জিবু। এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ফোরামের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাব গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও কাটাখালি পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন আকন্দ, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি মাহমুদ খান, জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান, সাংবাদিক কালামানিক দেব, সাজেদুর রহমান সাজু, রফিকুল ইসলাম, শাহিন আলম, নুর আলম আকন্দ, রতন ঘোষ, ফরহাদ হোসেন ফিটুল, নাদিরা, বিকম শিখা, সবুজ ফকির, আবু তারেক, গোপাল প্রমুখ। উল্লেখ্য শোলাগাড়ী ঈদগাহ আলিম মাদ্রাসায় নানা অনিয়ম-দুর্নীতির মামলা ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ৩ আগষ্ট সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গিয়ে কৃষি বিষয়ের শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিনহাজ্ব গং কর্তৃক ৫ সাংবাদিককে মারপিট করে হত্যা চেষ্টার মামলার ১৪ দিন পেরিয়ে গেলেও মামলার তদন্ত কর্মকর্তা প্রধান আসামীকে গ্রেফতারে গড়িমসি সহ নানা তালবাহানা ও অজ্ঞাত কারনে আসামীদের না ধরায় জনমতে নানা প্রশ্ন উঠেছে। মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে তাকে অপসারণ করে নতুন তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা ও অবিলম্বে মিনহাজ গংদের গ্রেফতারের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি জমা দেন।