গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের দঃ গিদারি বালিয়ার ছড়া গ্রামের মোঃমোফাজ্জল মাষ্টারের ছেলে একাধিক মামলার আসামি মাদক কারবারি মোঃমোকসেদুর রহমান ইমনকে ১৬৪ বোতল বিদেশী মাদ সহ দ্রব্য কেনাবেচাসহ গ্রেফতার। র্যাব জানায়, ২৬ আগষ্ট শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গিদারি ইউনিয়নের দঃ গিদারি বালিয়ার ছড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃমোফাজ্জল মাষ্টারে ছেলে মোঃমোকসেদুর রহমান ইমনের নিকট থেকে ১৬৪ বোতল বিদেশী মদসহ কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয় । সে দীর্ঘদিন থেকে প্রশাসনের চোঁখকে ফাঁকি দিয়ে ঐ এলাকায় বিভিন্ন প্রকার মাদক দ্রব কেনাবেচা ও জুয়া খেলার সর্গরাজ্েয পরিণত করেছিল। গাইবান্ধা পৌর মেয়র বরাবর একটি অভিযোগ করলেও এখনও পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি পৌর কর্তৃপক্ষ। সূত্রে জানা যায়, ইটাগাছা পূর্বপাড়া গড়েরকান্দা এলাকায়।প্রতিষ্ঠানটি সরকারি রাস্তা ও ড্রেন দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে।এ ব্যাপারে গাইবান্ধা পৌর কর্তৃপক্ষের খেয়াল রাখা উচিত বলে মনে করেন সচেতন মহল। আবাসিক এলাকায় মো. জানান,রাস্তা ও ড্রেন দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এলাকাবাসীর নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে আমরা পৌরসভায় একটি আবেদন করেছি। পৌর মেয়র বলেন সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তা বন্ধ করে ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে ওঠা খুবই জনভোগান্তীর কারণ। তাই দ্রুত সংশ্লিষ্ট কতৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছেন।