চট্টগ্রামের হাটহাজারীতে রেললাইনের ওপর ঝুঁকিপূর্ণভাবে কোরবানির পশুর হাট বসানো হয়েছে। ঈদুল আযহা ছাড়াও নিয়মিত রোববার ও বৃহস্পতিবার পশুর হাট বসে আসছে এখানে। ট্রেন আসলে গরুসহ ছোটাছুটি করে হাটের লোকজন এতে যে কোন সময় ঘটতে পারে দুঘৃটনা। যদিও এ হাট বসানোয় রেলওয়ে কর্তৃপক্ষের কোন অনুমতি নেই। এদিকে রেল লাইনের পশ্চিমে আলীপুর গ্রামে যাওয়ার রাস্তাও এটি। ওই গ্রামে স্কুল-কলেজ-মাদরাসা থাকায় এবং আলীপুর গ্রাম থেকে পৌরসদরে অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন আসা-যাওয়া করে। হাটের দিন গরুর ভয়ে এদিকে ওদিক ছোটাছুটি করে শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী এ পথে যাতায়াত করতেও চায় না। এছাড়া রেলের এ রুটে দিনে চার থেকে পাঁচবার ট্রেন চলাচল করে। রেল লাইনের ওপর এ পশুর হাটের কারণে যে কোন সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। অভিযোগ রয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষের আপত্তি উপেক্ষা করেই রেল লাইনের ওপর পশুর হাট পরিচালিত হচ্ছে। একাধিক বিক্রেতা বলেন, ‘যেহেতু রেললাইনের ওপর গরু-ছাগল নিয়ে আসা ঝুঁকিপূর্ণ, বাজার ইজারাও হয়ে আসছে এবং সরকারও বিপুল পরিমাণ রাজস্ব পাচ্ছে সেহেতু পশুর হাটের জন্য নির্দিষ্ট ও নিরাপদ জায়গা বের করা প্রয়োজন।’ রেললাইনে ঝুঁকিপূর্ণ গরুর হাট বাজার বসা কালেকশনের দায়িত্বে আবদুল মাবুদ আইয়ুব জানান, এখানে কোনও ইজারা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে তাদের কয়েকজনকে কালেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে। হাটহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ফখরুল আলম বলেন, রেললাইনে ঝুঁকিপূর্ণভাবে গরুর হাট-বাজার বসানোর ব্যাপারে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে চিঠি দিয়েছি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগও করেছি।’ হাটহাজারী পৌরসভার প্রশাসক আলহাজ্ব মনজুরুল আলম চৌধুরী বলেন, ‘সরকারি নির্দেশনা দেওয়া আছে কোন রাস্তাঘাট ও রেললাইনে গরুর হাট-বাজার বসানো যাবে না। আইন শৃঙ্খলা কমিটির আগামী মিটিংয়ে এ বিষয়ে আলোচনা করা হবে। তবে রেললাইনে ঝুঁকিপূর্ণ গরুর হাট বাজার না বসিয়ে বালুরটাল নামক স্থানে কোরবানির গরুর হাট বসাতে বলা হয়েছে।’ হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান জানান, এখন পর্যন্ত কোনও কোরবানির পশুর হাট-বাজার এর অনুমোদন দেওয়া হয়নি। বাংলাদেশ রেলওয়ে (চট্টগ্রাম) পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না, খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’ বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মো. আনিসুর রহমান বলেন, ‘হাটহাজারী স্টেশন মাস্টার বিষয়টি আমাকে অবহিত করলে ঘটনাস্থল পরিদর্শন করতে দুজন প্রতিনিধি পাঠানো হয় এবং হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দিতে স্টেশন মাস্টারকে নির্দেশ দেওয়া হয়েছে।’ এ বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।