এ এমন এক রাস্তা যেন এক দুর্দশাগ্রস্থ। রাস্তার প্রায় ২ কিলোমিটার ভাঙা আর খানাখন্দে ভরা। অসমতল, উঁচুনিঁচু -ছোট-বড় অসংখ্য গর্ত, নেই কোন সংস্কার। এমনই একটি সড়ক ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে যাকে বলা হয় বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ সড়ক । সড়কটি ঢাকা-খুলনা প্রধান সড়ক হয়ে বীরশ্রেষ্ট মুন্সী আঃ রউফ এর বাসভবন হয়ে মধ্য আড়পাড়া আলিম শেষ এর বাড়ী পর্যন্ত বেহাল দশা এবং কামারখালী বাজার হয়ে আড়পাড়া ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী মতিউল ইসলাম মুরাদ এর বাড়ীর রাস্তা হয়ে আউয়াল হোসেন চুন্নু মোল্যার বাড়ী পর্যন্তও রাস্তার বেহাল দশা । সংস্কার ও মেরামত অতি দ্রুত প্রয়োজন। দূরত্ব প্রায় ২ কিঃমিঃ এর পর মধুখালী থানা পর্যন্ত রাস্তা খারাপ মেরামত অতি জরুরী ।প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে এই সড়ক দিয়ে।বিশেষ করে আড়পাড়া ইউনিয়ন সহ অন্যান্য জেলা ও উপজেলায় এবং প্রধান শহর ও রাজধানী যাতায়াতের প্রধান সড়ক। আড়পাড়া সহ অসংখ্য শহরগামী চাকুরীজীবী প্রতিদিন সকাল -সন্ধ্যা এই সড়ক দিয়ে আসা যাওয়া করে। আড়পাড়া ইউনিয়নের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী চলাচল করে। কিন্তুু অত্যন্ত দুঃখের বিষয় মধুখালী উপজেলার এই সড়কটির বর্তমানে বেহালদশা। মধ্য আড়পাড়া অত্র এলাকার স্থানীয় বাসিন্দারা জানান রাস্তাটি দিয়ে আমাদের বাধ্য হয়ে চলাচল করতে হয়। সড়কটি আমাদের এলাকার জন্য নয় শুধু বিভিন্ন এলাকার অসংখ্য মানুষের জন্যও প্রয়োজনীয়।দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি এ সড়কটির বেহাল ও জরাজীর্ণ অবস্থা। মধুখালী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে বেশ কয়েকবার লিখিত দরখাস্ত দিয়েও কোন লাভ হয়নি বলে জানা যায় আরও জানা যায় যায় রাস্তার কোন আইডি নাম্বার নাই। ফলে রাস্তাটির কোন অভিভাবক নেই বলে মনে করেন তারা। কিন্তুু এখন রাস্তা দিয়ে মালামাল হাটে বাজারে আনা নেওয়া খুবই কস্টকর তাছাড়া রাস্তা দিয়ে কোন মূমূর্ষ রোগী হাসপাতালে নেওয়া ও আনা হতাশার মধ্যে পড়তে হয়। রাস্তা এত খারাপ । তাই সংস্কারবিহীন ও অবহেলিত এই সড়কটির সংস্কার চান স্থানীয় জনগণ।