হিন্দি সিনেমার ‘প্রেম’ নামের চরিত্রটি কয়েক দশক ধরে নিজের দখলে রেখেছিলেন ভাইজান সালমান খান। এবার এই চরিত্রের মালিকানা বদল হতে চলেছে। আগামীতে নির্মাতা সুরুজ বরজাতিয়ার সিনেমায় ‘প্রেম’ হয়ে আসবেন অভিনেতা কার্তিক আরিয়ান।
হিন্দুস্তান টাইমস বলছে, ১৯৯৮ সালে বরজাতিয়ার ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমায় প্রথমবার ‘প্রেম’ হয়ে বড়পর্দায় হাজির হয়েছিলেন সালমান। এরপর একই পরিচালকের ‘হাম আপ কে হ্যা কন’, ‘হাম সাথ সাথ হ্যা’, ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমায় ‘প্রেম’ চরিত্রে দেখা গেছে সালমানকেই।
গত বছর ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসে বরজাতিয়ার ‘প্রেম কি শাদি’ নামের নতুন সিনেমায় সালমান ফের আসছেন তার আইকনিক চরিত্র হয়ে। এখন শোনা যাচ্ছে, সালমান নাকি রোমান্টিক চরিত্রে কাজ করতে আগ্রহী নন। নতুন সিনেমা নিয়ে বরজাতিয়ার সঙ্গে কথাবার্তাও সেরে নিয়েছেন আরিয়ান। তবে আরিয়ান বা বরজাতিয়া তাদের কাজ নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি।
আরিয়ানের বর্তমান ব্যস্ততা এখন ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার শুটিং নিয়ে। দীপাবলীতে মুক্তির পরিকল্পনা নিয়ে এই সিনেমা টিম কাজ করছে। আগামীতে তাকে ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় দেখি যাবে। কবীর খান পরিচালিত এই স্পোর্টস ড্রামায় প্যারা অলিম্পিকের গোল্ড মেডেল প্রাপ্ত মুরলিকান্ত পেটকরকে তুলে আনা হয়েছে। আগামী ১৪ জুন মুক্তি পাবে ‘চান্দু চ্যাম্পিয়ন’।