টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন দেশের বরেণ্য শিল্প উদ্যোক্তা, এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপার্স এর কো-চেয়ারম্যান, নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ড. মো. সাদী-উজ-জামান। ট্রাব’র উপদেষ্টা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ট্রাব কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাম মাহমুদ, ট্রাব ইউএসএ শাখার সভাপতি বেলাল আহমেদ, ট্রাব অস্ট্রেলিয়া শাখার সভাপতি প্রকৌশলী অর্ক হাসান, ট্রাব ইউএই শাখার সভাপতি মেহেদী হাসান, ট্রাব ইউরোপ শাখার সভাপতি মোঃ আবু তাহির, ট্রাব ভারত শাখার সভাপতি দেবাশীষ কোলে, ট্রাব কানাডা শাখার সভাপতি শহিদুল ইসলাম, ট্রাব সৌদি আরব শাখার সভাপতি সাগর চৌধুরী। গত ৩০ মে ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও পদ্মা হলে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আবাসন শিল্পে অবদানের জন্য ড. মো. সাদী-উজ-জামান-কে গণকণ্ঠ সম্মাননায় ভূষিত করেন। মানুষের জন্য কাজ করে, সৃষ্টির কল্যাণে নিজেকে নিমগ্ন রেখে, দেশকে প্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নিরন্তর পরিশ্রম করে, জীবনভর অশুভের বিরুদ্ধে উচ্চারণ করেন কল্যাণের কথা, সকল বাধাবিঘ্ন অতিক্রম করে সম্মুখ দিগন্তে ছুটে চলায় অন্তঃপ্রাণ; সততা, কর্মনিষ্ঠা ও আত্মপ্রত্যয়ের বুনিয়াদে গড়া এক বলিষ্ঠ শিল্পিত শিল্পউদ্যোক্তা, দেশের আবাসন শিল্পের উন্নয়ন ও উৎকর্ষে এক প্রদীপ্ত স্বপ্নস্বারথি নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান। সাংবাদিকতায় তিনি রেখে চলেছেন অনবদ্য অবদান। দৈনিক বাংলাদেশ সমাচার এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এবার তিনি ইংরেজী দৈনিক বাংলাদেশ ডায়েরি এর সম্পাদক এর পদ অলংকৃত করেছেন। নতুনধরা গ্রুপের প্রাণপুরুষ ড. মো. সাদী-উজ-জামান, যিনি আবাসন শিল্পের উন্নয়ন ও উৎকর্ষের পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নানাভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তিনি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা মো. সাহিদুজ্জামান এবং জ্যেষ্ঠ শিক্ষিকা শাহানারা বেগমের সুযোগ্য সন্তান। দেশের আবাসন শিল্পের এ প্রদীপ্ত বাতিঘর ১৯৮২ সালের ২৫ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষা জীবনে একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি এস.এস.সি. ও এইচ.এস.সি. যথাক্রমে ১৯৯৭ ও ১৯৯৯ সালে প্রথম বিভাগ অর্জন করেন। তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম থেকে বি.বি.এ. (প্রথম বিভাগে দ্বিতীয় স্থান) ও এম.বি.এ. (প্রথম বিভাগে তৃতীয় স্থান) সম্পন্ন করেন। তিনি কম্পিউটার সাইন্স-এ ডিপ্লোমা এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের আই.বি.এ. (IBA) থেকে এম.ডি.পি. কোর্স সম্পন্ন করেন। তিনি ওয়ার্ল্ড ক্লাস কিউএস (QS) ফাইভ স্টার (5 Star) রেটিং European International University, EIU-Paris, France থেকে Real Estate Management Gi Dci Professional Doctoral Degree অর্জন করেছেন। বাংলাদেশে তিনিই প্রথম রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট এর উপর প্রফেশনাল ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। ফ্রান্সের প্যারিসে অবস্থিত এ ইউনিভার্সিটি ড. মো. সাদী-উজ-জামান এর একটি স্পেশাল ফিচার তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে যা সত্যি বাংলাদেশকে বিশ্বের সামনে সগৌরবে উপস্থাপন করতে এক অনন্য মাত্রা যোগ করেছে। পোস্ট-গ্র্যাজুয়েশন শেষে তিনি ইন্টার্ন হিসাবে কাজ করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে। তাঁর কর্মজীবন শুরু করেন বিশ্বের স্বনামধন্য বহুজাতিক ব্যাংক এইচএসবিসি (HSBC) ব্যাংক থেকে। তিনি আবাসন খাতে শীর্ষস্থানীয় নামিদামি প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন দায়িত্বশীল পদে নিযুক্ত ছিলেন। পরবর্তীতে মাত্র ২৭ বছর বয়সে ইউ.এস.বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরের ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ড. মো. সাদী-উজ-জামান কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টার দায়িত্ব পালনে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এরই ধারাবাহিকতায় যৌথ উদ্যোগে গড়ে তোলেন পরিবেশ অধিদপ্তর কর্তৃক ছাড়পত্রপ্রাপ্ত, পরিবেশ অধিদপ্তর কর্তৃক Environmental Impact Assessment (EIA) অনুমোদনপ্রাপ্ত, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ কর্তৃক ছাড়পত্রপ্রাপ্ত, জেলা প্রশাসন কর্তৃক দায়মুক্তি সনদপ্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করা ও আবাসন খাতের একটি অনন্য এবং নির্ভরযোগ্য আন্তর্জাতিক মান সম্পন্ন আই.এস.ও. ৯০০১:২০১৫ সার্টিফাইড কোম্পানি নতুনধরা এসেটস্ লিমিটেড।
তিনি আবাসন ব্যবসায়ীদের অন্যতম শীর্ষস্থানীয় সংস্থা বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (BLDA) কর্তৃক মনোনীত হয়ে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI) এর জেনারেল বডি (GB) মেম্বার হয়েছেন (২০২৩-২০২৫)। সম্প্রতি তিনি এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপারস এর সম্মানিত কো-চেয়ারম্যান (২০২৩-২০২৫) হিসেবে মনোনীত হয়েছেন,