খুলনা দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) তফসীর উদ্দিন এর সার্বিক সহযোগীতায় এসআই (নিঃ) নিপুন বোসসহ উক্ত থানার একটি চৌকস টিমের বিশেষ অভিযানে ওয়ারেন্ট তামিল অভিযানের পলাতক আসামীকে ধরতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উল্লেখ্য উক্ত আসামীর বিরুদ্ধে দিঘলিয়া থানার মামলা নং-২ তারিখ-৬/১২/২০০৭ ধারা-৩০২/৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড, জিআর-১০৪/০৭, দায়রা নং-৪১৪/০৯ এর পলাতক আসামী-তৌহিদুল মুন্সী (৪০) পিতা-মোঃ হামিদ মুন্সী, সাং-লাখোহাটি, থানা-দিঘলিয়া, জেলা-খুলনাকে গতকাল ভোর রাতে যশোর জেলার কেশবপুর থানাধীন ত্রিমহনী ইউনিয়নের চাদরা গ্রামে উক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে। খুলনার দিঘলিয়া থানার চৌকস একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামীর শশুর বাড়ী হতে তাকে গ্রেফতার করে। উল্লেখ্য উক্ত আসামীকে বিজ্ঞ আদালত উল্লেখিত মামলায় দোষী সাবস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং (পাঁচ হাজার) টাকা জরিমানার পাশাপাশি ৩৭৯/৪১১ পেনাল কোড ধারায় দোষী সাবস্ত করে আরও ২ বছরের সশ্রম কারাদন্ড ও (দুই হাজার) টাকা জরিমানা প্রদান করেছিলেন। অবশেষে খুলনার দিঘলিয়া থানা পুলিশের বিশেষ টিমের অভিযানে গতকাল ভোররাতে উক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়।