বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের (বাকুশি) ২২তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার রাজধানীর মাতুয়াইলে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ঢাকা অফিসে এই ফল প্রকাশ করা হয়। এ সময় বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজীর হাতে ফল তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক (শাবান সেশন) মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী।
বোর্ডের মহাসচিব নুরুল হুদা ফয়েজী বলেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও আমরা পরীক্ষার ফল প্রকাশ করতে পেরেছি, এ জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। এবার আমাদের বোর্ডের ৮৯.৮৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। পরীক্ষার ফলের পাশাপাশি তাদের আমল-আখলাকের উন্নতি হোক। মা-বাবা, ওস্তাদের দোয়ায় তারা এগিয়ে যাক আমরা সে কামনাই করি।
ফল পাওয়া যাবে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (bqeb.org/software/result)।
এ বছর কোরআন শিক্ষা বোর্ডের অধীনে ২৮৬টি কেন্দ্রে ৭৫২টি মাদরাসার ২০ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করে।