বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য ৩টি হজ্জ প্যাকেজ ঘোষণা করেছে বৈষম্য বিরোধী হজ্জ এজেন্সি মালিকরা। হজযাত্রীদের জন্য খাওয়া সহ কুরবানি ব্যতীত “সাধারণ হজ্জ প্যাকেজ-১” মূল্য মোট ৫ লাখ ১৮ হাজার টাকা। “সাধারণ হজ্জ প্যাকেজ-২ মূল্য মোট ৫ লাখ ৮৫ হাজার টাকা এবং “বিশেষ হজ্জ প্যাকেজ” ৬ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ করা হলো।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৈষম্য বিরোধী হজ এজেন্সি মালিকবৃন্দ এর আহবায়ক মোঃ আখতারুজ্জামান এ কথা বলেন। তিনি বলেন, সরকার বিমান ভাড়া ও অন্যান্য খরচ কমালে ঐ পরিমাণ আমাদের প্যাকেজ মূল্য থেকেও কমে যাবে।
তিনি বলেন, একজন ধর্মপ্রাণ মুসলমানের সারা জীবনের লালিত স্বপ্ন হলো হজ্জ। জীবনে একবারের জন্য হলেও আল্লাহর ঘরের মেহমান হয়ে পবিত্র কা’বার জিয়ারত ও সোনার মদিনায় হাজিরা দিয়ে সালাতু সালাম পেশ করা। একজন মুসলমানের শেষ চাওয়া এ মহান কাজটি সুন্দর ও সুচারুরূপে সম্পাদন করতে এজেন্সি মালিক ও সরকারের বিভিন্ন সংস্থা ও দপ্তরের আন্তরিক সহযোগিতা একান্ত জরুরী। ইতোমধ্যে সঙ্কটাপন্ন হজ্জ ব্যবস্থাপনা থেকে পরিত্রাণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের অব্যাহত আন্তরিক প্রচেষ্টা এবং হাব রক্ষার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের সমোচিত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
তিনি বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ১ লাখ ২৭ হাজার ধর্মপ্রাণ মুসলমানের ফরজ এবাদত পবিত্র হজ্জ পালনের কোটা বিদ্যমান থাকা সত্ত্বেও বিগত কয়েক বছর যাবত নানা ধরনের অনিয়ম, নৈরাজ্যের মাধ্যমে বিমান ভাড়া ও হজ্জ প্যাকেজ মূল্য অস্বাভাবিকহারে বৃদ্ধি করে পুরো হজ্জ ব্যবস্থাপনাকে সঙ্কটাপন্ন করে তোলা হয়। যার ফলশ্রুতিতে ২০২৪ সালে প্রায় ৪৫ হাজার নিবন্ধিত হাজী পবিত্র হজ্জ পালন থেকে বঞ্চিত হয়। এহেন দুরবস্থার উত্তরণ ঘটিয়ে ২০২৫ সালের হজ্জ প্যাকেজ মূল্য সহনীয় পর্যায়ে নির্ধারণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার আন্তরিক প্রচেষ্টায় বিমান ভাড়াসহ প্যাকেজ মূল্য কিছুটা কমলেও এখনও এ দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের সাধ ও সাধ্যের মাঝে বিস্তর ফারাক রয়েছে। ফলে আমরা এ বছরও কোটা পূর্ণ হওয়া নিয়ে শঙ্কায় রয়েছি। আবেগ অনুভূতি সম্বলিত ফরজ ইবাদত হজ্জ পালনকে সহজতর করার জন্য বিমান ভাড়া আরো কমিয়ে ও সোদি পার্টের মুয়াল্লিম ফি এবং ১৭.৫০% ভ্যাট/ট্যাক্স কমিয়ে আরো সুলভ প্যাকেজের দাবী জানাচ্ছি। সাথে সাথে চলমান রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে বেগবান করার লক্ষ্যে বৈষম্য বিরোধী হজ্জ এজেন্সি মালিকবৃন্দের পক্ষ থেকে বেসরকারি হজ্জ এজেন্সি মালিকদের জন্য নিম্নোক্ত প্যাকেজ সমূহ ঘোষণা করছি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন ২০২৫ সালে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ পালন করবেন।