চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার অনলাইনে নাগরিক সেবার শুভ উদ্বোধন করা হয়। সোমবার (১জানুয়ারী) দুপুরে পৌর কার্যালয়ে innovation it সার্বিক সহযোগিতায় পৌর প্রশাসক ও সহ:কমিশনার (ভূমি) মোঃ আবু রায়হান এই কার্যক্রমের উদ্ধোধন করেন। এই সময় পৌর প্রশাসক বলেন,এই সেবার সুবিধা হচ্ছে সনদ পত্রের জন্য আবেদন যেকোন ই-সেন্টার বা দোকান থেকে করতে পারবে।যা পুর্বে পৌর কার্য্যলয়ে ই-সেন্টার থেকে আবেদন করতে হত। ফলে সময় ও অর্থ বেচেঁ যাবে। জন্মসনদ ও ওয়ারিশ সনদ মধ্যে দিয়ে এই দুটো সেবা পেতে যাচ্ছে পৌরবাসী। এতে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন, পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরি, ,পৌর সহ:প্রকৌশলী কৌশিক বড়ুয়া,প্রধান সহ: মো: সাহাব উদ্দীন, আইটি প্রতিষ্ঠান সিইও ও ফাউন্ডার খোরশেদুল আলম,পৌর কাউন্সিলর সাবেক ইউপি চেয়ারম্যান আলী আজম, পৌর সহায়ক সদস্য মো: তোফাজ্জল হোসেন ফোরকান, পৌর সহায়ক সদস্য মো:বশির উদ্দীন পৌর সংরক্ষিত মহিলা কাউন্সিলর রওশন আরাসহ গনমাধ্যমকর্মী পৌর কর্মকর্তা – কর্মচারী ও বিশিষ্ট ব্যাক্তিবর্গগন।