বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, স্বতন্ত্র প্রার্থীরা থাকলে সমস্যা না বরং একাধিক প্রার্থী থাকলে সঠিক নেতৃত্ব নির্বাচিত হবে। যারা জনগণের জন্য কাজ করেছেন তারা নির্বাচিত হবেন। যারা জনগনের কাছে পৌঁছাতে পারেনি শুধু তারায় স্বতন্ত্র প্রার্থীকে ভয় পাচ্ছেন। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া শহরের দিশা হলরুমে কুষ্টিয়া প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ও ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এমপি এসব কথা বলেন। বিএনপি প্রশ্নে হানিফ এমপি আরও বলেন, বিএনপি নিয়ে আর কথা বলার দরকার নেই। বিএনপি রাজনীতি বাদ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। যতদিন তারা সন্ত্রাস করবে ততদিন তাদেরকে আইনের আওতায় আসতে হবে। গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে হানিফ বলেন, গণমাধ্যম এখন অবাধ স্বাধীন যা অকল্পনীয়। পরে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে ক্লাবের নতুন কমিটির অভিষেক ও ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি শেখ হাসান বেলাল, মীর আল আরেফিন বাবু, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য জাহিদুজ্জামান। এ সময় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র নবনির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, মীর আল আরেফিন বাবু, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক আফরোজা আক্তার ডিউ, মাহমুদ হাসান, পলাশ মৃধা, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজজামান শুভ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক ডন, প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক এইচ এম বেলাল , ধর্মীয় সম্পাদক সাইফ উদ্দিন আল আজাদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আকতার উন নবী মনা, নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন শ্যমলী, জাহিদুজ্জামান, সোহাগ আহমেদ, মিলন খন্দকার, কেএম শাহীন রেজা, সেলিম রেজা রনি, ফয়সাল চৌধুরী, শাহিন আলীকে প্রধান অতিথি মাহবুবউল আলম হানিফ এমপি উত্তরীয় পরিয়ে দেন। এসময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কুষ্টিয়া জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।