ফরিদপুরের ভাঙ্গায় একটি খাল থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ছিলাধরচর মহল্লার একটি খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ওই বৃদ্ধের নাম খোদেজা বেগম (৬০)। তিনি ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামের বাসিন্দা ইউনুস মৃধার স্ত্রী। তবে বেশ কিছুদিন ধরে তিনি ভাঙ্গা পৌরসভার নুরপুর মহল্লায় তার ভাই ওবায়দুল মিয়ার বাড়িতে থাকতেন। ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জানান, ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার খালে এলাকাবাসী কচুরি কাটতে গিয়ে ওই বৃদ্ধার মৃতদেহ দেখে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯-এ খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল শাড়ি পরিহিত খোদেজা বেগমের মৃতদেহ উদ্ধার করে। এসআই সিরাজুল আরো বলেন, মৃতার পারিবারিক সূত্রে জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি বেশ কিছুদিন ধরে ভাইয়ের বাড়িতে থাকতেন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, প্রথমে অজ্ঞাতনামা হিসেবে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে তার আঙ্গুলের ছাপ দিয়ে প্রযুক্তির মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া যায়। ওসি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।