ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজ হলরুমে ফিড দ্য ফিউচার বাংলাদেশ হার্টিকালচার ফুডস এন্ড নন ফুডস ক্রপস এক্টিভিটি এর আওতায় টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত কলার জাতের বৈশিষ্ট্য, উৎপাদন প্রযুক্তি এবং অন্যান্য পরিচর্যা বিষয়ক কৃষক ও খুচরা বিক্রয়কারীদের নিয়ে প্রশিক্ষণ শনিবার অনুষ্ঠিত হয়েছে। লাল তীর সীড স লিমিটেডের আয়োজনে প্রশিক্ষণে সভাপতিত্ব করেন মেগচামী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান আলী খাঁন। প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাল তীর সীডস লিমিটেডের ফরিদপুর বিভাগীয় ব্যবস্থাপক( সেলস) সফিকুর রহমান। আরও বক্তব্য রাখেন লাল তীর সীড লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক( সেলস) হারুন অর রশিদ। এ ছাড়া আরও বক্তব্য রাখেন বিশিষ্ট চাষি তাজউদ্দীন শেখ, বিকাশ বাইন, আব্দুল লতিফ সেখ, ভবতোষ বিশ্বাস, আমজাদ হোসেন ,গোপাল বিশ্বাস ,আলমগীর হোসেন, ওসমন সরদার প্রমুখ। কলা চাষীদের উদ্বুদ্ধ করতে মেগচামী, খাল কুলা, শিবপুর,মধুপুর, খোদ্দ মেগচামী, চরমেগচামী গ্রামের ৭০ জন চাষী এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।