শেখ জিকু আলম, খুলনা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) খুলনা এরিয়া ও খুলনা জোন কর্তৃক আয়োজিত নগরীর শেরেবাংলা রোডস্থ এরিয়া কার্যালয় বুধবার বিকালে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়। রিকের এরিয়া ম্যানেজার বশির শরীফের সভাপতিত্বে উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সমাজসেবা প্রভেশনাল অফিসার অমিত সমাদ্দার। এ সময়ে তিনি তার প্রধান অতিথির বক্তৃতার বলেন, আজ শহীদ শেখ রাসেল বেঁচে থাকলে বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ হয়ে গড়ে উঠত। কিন্তু নিয়তি নির্মম পরিহাস যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরসহ উক্ত নির্মম দিনে তার শিশু কনিষ্ঠ পুত্র রাসেলকেও ঘাতকরা বাঁচতে দেয়নি এটি একটি নিষ্ঠুরতা বলে আমরা মনে করার পাশাপাশি উক্ত হত্যার তীব্র নিন্দাসহ তার পরিবারের সকলের রুমের মাগফেরাত কামনা করি। এ সময়ে উক্ত অনুষ্ঠানে সভাপতির বশির শরীফ তার বক্তৃতায় বলেন আজ শহীদ শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে ধিক্কার ও হত্যাকাণ্ডের প্রতিবাদসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করি। তিনি আরোও বলেন শহীদ শেখ রাসেলের স্বপ্নকে ঘাতকরা হত্যা করে সে স্বপ্ন পুরন হতে দেয়নি এটি একটি বেদনাদায়ক ও দুঃখজনক ঘটনা বলে আমরা মনে করি। উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে রিকের কেন্দ্রীয় কার্যালয়ের এর এজিএম মোঃ সেলিমুল হক বিশেষ অতিথির বক্তৃতায় বলেন রাসেলকে হারিয়ে যেন আমরা গোটা দেশের স্বপ্ন কে হারিয়েছি। শহীদ শেখ রাসেল আজ বেঁচে থাকলে দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করতেন। শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে রিকের খুলনার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।