ফরিদপুরের মধুখালী থানা পুলিশ ১লা সেপ্টেম্বর ছুরিকাঘাতে ব্যাটারী চালিত ভ্যান ছিনতাই চেষ্টার আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী নাম জিহাদ শেখ (১৯) পিতাঃ জাকির শেখ, গ্রামঃ খোদাবাসপুর থানাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর। জানা যায় গত ২৩ শে জুন সন্ধ্যায় কামারখালী বাসষ্টান্ড থেকে কোড়কদি বাজারে যাওয়া কথা বলে ছিনতাইকারী ভ্যান ভাড়া করে। ভ্যান চালক আবু শেখ(৫০) পিতাঃ মৃতঃ জয়নাল শেখ , গ্রাম আড়পাড়া পোঃ কামারখালী থানাঃ মধুখালী জেলা ঃ ফরিদপুরকে খোদাবাসপুর ব্রীজের উপর আসলে ভ্যানচালক আবু শেখের গলায় ছুরির টান দিয়ে ভ্যান ছিনতাই করার চেষ্টাকালে আবু শেখের শোর চিৎকারে আশেপাশে রাম দিয়ার মানুষ ছুটে আসলে ছিনতাই পালিয়ে যায়। পরে তাকে স্থানীয় লোকজন ও মধুথালী থানা ওসি শহিদুল ইসলাম সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনা স্থলে এসে তাকে চিকিৎসার জন্য মধুখালী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং তাকে উন্নত চিকিৎসা করার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসা করানো হয়। পরে আবু শেখের বড় ছেলে বাদী হয়ে মধুখালী থানা একটি মামলা করলে গত ১ লা সেপ্টেম্বর মধুখালী থানা ওসি শহিদুল ইসলাম এর দূরদর্শিতার মাধ্যমে থানার এস,আই. কাইয়ুম মুন্সী কানাইপুর এলাকা থেকে গ্রেফতার করেন ও গ্রেফতারকৃত আসামীর জবানবন্দি শেষে ২রা সেপ্টেম্বর ঘটনা স্থল কোড়কদি ইউনিয়নের আশিষ চৌধুরীর বাশ বাগান থেকে ছুরি উদ্ধার করেন। আসামীকে ফরিদপুর কারাগারে প্রেরন করা হয়েছে। এ ব্যপারে আবু শেখ আসামীকে গ্রেফতার করার সংবাদ পেয়ে মধুখালী থানা ওসি শহিদুল ইসলামকে ধন্যবাদ জানান এবং আসামীর সঠিক বিচার দাবী করেন।