খুলনায় ২৮ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ কর্মসূচীর সমাপনী বুধবার অনুষ্ঠিত হয়। উক্ত বৃক্ষমেলায় প্রায় ৮০ লক্ষ টাকা মূল্যের ৭১ হাজার গাছের চারা বিক্রি হয়েছে বলে জানান খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদযাপন কমিটি। খুলনার বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী দিনে গতকাল দুপুরে নগরীর সার্কিট হাউস ময়দানে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এ সময়ে প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী বলেন, সুস্থ থাকার জন্য বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনে মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন একান্ত প্রয়োজন। এমতাবস্থায় আমরা গাছ থেকে অক্সিজেন পেয়ে বেঁচে থাকার পাশাপাশি বেশি বেশি গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। সরকারের বিশেষ উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বৃক্ষরোপণের মাধ্যমে মানুষের এখন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও গতিশীল করা জরুরী প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণসহ প্রতিটি সেক্টরে গুরুত্ব দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না। একটি গাছ কাটলে কমপক্ষে তিনটি গাছ লাগাতে উপমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান। পরিবেশ উপমন্ত্রী আরও বলেন, সুন্দরবন আমাদের এ অঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে মায়ের মতো রক্ষা করে চলেছে। সুন্দরবন রক্ষায় সকলের এগিয়ে আসতে হবে। উক্ত অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথির হিসেবে বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ সাজিদ হোসেন, অতিরিক্ত ডিআইজি জয়বেদ চৌধুরী, বন সংরক্ষক মিহির কুমার দে এবং খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। এ সময়ে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন নার্সারী মালিক সমিতির সভাপতি এসএম বদরুল আলম রয়েল। আলোচনা শেষে উক্ত বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার প্রধান অতিথি হিসেবে শ্রেষ্ঠ স্টল প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। অবশেষে খুলনার বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।