নরসিংদীর বেলাবতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে অপহরণের অভিযোগে বেলাব থানায় মামলা দায়ের করা হয়েছে। ১৮ দিন পর ওই ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। নরসিংদীর বেলাব দিঘলদীকান্দীতে এমন ঘটনা ঘটে। ভিকটিম উদ্ধারের সময় তিন অপহরণ কারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার নিকলী উপেেজলার সিংপুর গ্রাামের বাসিন্দা আরাফাত মিয়ার পুত্র আল আমিন(৩০)রিয়া(১৮),রিনা(৩৫)। মঙ্গলবার (২২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বেলাব থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ। এবিষয়ে ভিকটিমের মা শাহিন বাদী হয়ে বেলাব থানায় একটি মামলা দায়ের করে হয়েছে যাহান নং ১১(৮)২০২৩ ইং ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০২০)এর ৭/৩০ রুজু করা হয়। মামলার বাদী জানান, তার মেয়ে ফারজানা আফরোজ মিউলীকে তারই দেবরের ছেলে নাঈম মিয়ার নিকট বিবাহ দেন। এর পর নাঈম বিদেশ চলে যায়। অপহরন কারীরা মেয়ের স্বামীর আত্নীয় স্বজন। অপর কারীর ভাই জুয়েল রানা প্রবাসি বিদেশ থেকে মেয়ের সাথে পরিচয় হয়। মাঝে মধ্যে মোবাইলে কথাবার্তা হয়। একপর্যায়ে মেয়ে বুঝতে পারে জুয়েল অশ্লীল আচরন করতে থাকে বিষয়টি জানাইলে তাকে মোবাইলে কথাবলতে নিষেধ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল বিদেশ থাকলে ও তার ভাই বোনদের দিয়ে গত ৩ আগস্ট নিজ বাড়ীর প্রাশে থেকে মেয়েকে অপহরন করে নিয়ে যায়। ভিকটিমসহ তিন জনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করলে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলুয়ার হোসেন ভিকটিমকে তার নিজ জিম্বায় মুক্তি ও অভিযোক্ত তিনজনকে কারাগারে প্রেরন করেন।