লক্ষ্মীপুরের রামগঞ্জে ইব্রাহীম খলিল (৫৫) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব হোটাটিয়া বায়তুল মাহমুদ জামে মসজিদের সামনের দীঘি থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের কপালে ক্ষত চিহ্ন রয়েছে বলে নিশ্চিত করেছেন রামগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক ময়নাল হোসেন। ঘটনার পর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ইব্রাহীম খলিল উপজেলার ভোলাকোট ইউনিয়নের ২নং ওয়ার্ড নাগমুদ এলাকার খলিফা বাড়ির মৃত ফয়েজ আহম্মেদের ছেলে। ইব্রাহীম খলিল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছেন তার ভগ্নিপতি আবু নাসের। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব হোটাটিয়া বায়তুল মাহমুদ জামে মসজিদের সামনের দীঘিতে পাশ্ববর্তী লোকজন গোসল করতে নামলে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পায়। জীবিত মনে করে তাকে পানি থেকে তুলে দীঘির পাড়ে রাখার পর রক্তাত্ব অবস্থায় মৃত ব্যক্তিটিকে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে রামগঞ্জ থানায় নিয়ে আসা হয় । নোয়াগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল পাটওয়ারী বলেন, নিহত ব্যক্তি সবসময় আমাদের এলাকায় আসতো। সে মানসিক ভারসাম্যহীন ছিল। রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।