বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ জেলায় রোপা আমন ও সরিষার আবাদ বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা মিলনায়নতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আ.সাত্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আবুল কালাম আজাদ। কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ধান গবেষণা ইনস্টিটিউট এর উর্ধতন বৈজ্ঞানিক কমকর্তা শমিষ্ট গুসাল। সদর উপজেলা কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তার ফাহিমের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা তৌফিক আহমেদ খান, করিমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মুকশেদুল হক, পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম প্রমুখ।
কর্মশালায় বৃহত্তর ময়মনসিংহের ৮টি জেলার উপপরিচালকগণ,জেলার কৃষি অফিসারগণ, উপসহকারী কর্মকর্তাগণ, কৃষক কৃষাণীসহ মোট ১৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন ।