এশিয়া কাপের এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান। টুর্নামেন্ট শুরু হতে মাঝে সময় আছে আর মাত্র ৭ দিন। অথচ আফগানিস্তানের মতো তূলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এশিয়া কাপ শুরুর সপ্তাহ আগেই বিপাকে পাকিস্তান।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়েছে বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।
মঙ্গলবার শ্রীলংকার হাম্বানটোটায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ বলেই ফজলহক ফারুকির গতির শিকারে পরিনত হন ফখর জামান। ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে আউট হন অধিনায়ক বাবর আজম। ৭ রানে দুই ব্যাটসম্যানের বিদায়ের পর ইনিংস মেরামত করার আগেই দলীয় ৪০ রানে ফেরেন মোহাম্মদ রিজওয়ান।
এমন ব্যাটিং বিপর্যয়ের দিনে দলের হাল ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন ওপেনার ইমাম-উল-হক। চতুর্থ উইকেটে তাকে সঙ্গ দিচ্ছেন আগা সালমান।