“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতারকরে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদ াতৎপর রয়েছে র্যাব। এরই ধারাবাহিকতায় মোঃ আব্দুর রহমান (৩৫) ও মোঃ বাবু মন্ডল (৩২), উভয় পিতা-মোঃ মকবুল হোসেন, সাং-মন্ডলজানি, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ এলাকার সংঘবদ্ধ সুদ ব্যবসায়ী। তারা এলাকায় সুদের ব্যবসার আড়ালে সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে। এলাকার লোকজন কেচড়া সুদে টাকা ধার দিয়ে সেই টাকা আদায়ের জন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে লোকজনকে মারধর করে টাকা আদায় করে।তাদের অত্যাচার থেকে স্থানীয় জনপ্রতিনিধিও রেহাই পায়নি। সম্প্রতি উক্ত সংঘবদ্ধ সুদ ব্যবসায়ীরা সুদের টাকা আদায়ের জন্য উল্লাপাড়া উপজেলার শ্যামপুর গ্রামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে আহত করে। এ প্রেক্ষিতে উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়,যার মামলা নং-০২, তারিখ-০২/০৮/২০২৩, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড। উক্ত ঘটনার প্রতিবাদে এলাকার লোকজন সুদ ব্যবসায়ী আব্দুর রহমান, তার ভাই বাবু মন্ডল ও তাদের সহযোগীদের শাস্তির দাবিতে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করে। ঘটনাটি স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারা বাহিকতায় গত ২০ আগষ্ট ২০২৩ তারিখ র্যাব-১২ সদর কোম্পানীর একটি চৌকষ দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন মন্ডলজানি গ্রামের বিয়াবটতলা মোড় হতে মামলার ২ নং এজাহার নামীয় আসামি মোঃ বাবু মন্ডল (৩২) পিতা-মোঃ মকবুল হোসেন,সাং-মন্ডলজানি, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ’কে গ্রেফতার করা হয়। ধৃত বাবু মন্ডল এর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় আরও একটি মারামারির মামলা রয়েছে, যার নং-০৩, তারিখ-০৩ ডিসেম্বর ২০১৭, ধারা-১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড ধারায় একটি মামলা রুজু করা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।