কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধ ও বাল্যবিবাহের কুফল, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা, এএনসি ও পিএএনসি সেবা বিষয়ক উঠান বৈঠক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন আল রশিদের হায়দরাবাদস্থ বাসবভনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দিকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য এমরান মুন্সী, শেকন মিয়া, এমরান মিয়া, ফারুক আহাম্মেদ, সোহেল মিয়া, একরামুল হক, এফপিআই মামুন খান, সুমন মোল্লা, এফডব্লিওএ আনোয়ারা বেগম, মাসকুরা আক্তার, সুমি আক্তার, মনোয়ারা বেগম, তাহসীন আলম নওসীন, রাজিয়া আক্তারসহ এলাকার শতাধিক নারী পুরুষ। অনুষ্ঠানে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনার মাধ্যমে মায়েদেরকে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্বুদ্ধ করা হয় এবং কিশোরী ও গর্ভবতী মায়েদের বিভিন্ন স্বাস্থ্য সেবা নিয়ে সকলকে সচেতন করা হয়।