সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আগাম লাউয়ের বাম্পার ফলনে খুশি চাষিরা। এ জেলার মাটি সবজি চাষের জন্য উপযোগী হওয়ায় লাউ, শসা, ক্ষিরাসহ সকল প্রকারের সবজির আগাম চাষে বাম্পার ফলন হচ্ছে। বাম্পার ফলনের পাশাপাশি উৎপাদিত সবজির ভালো দাম পেয়ে চাষিরা লাভবান হচ্ছেন। জানা যায়, শাহজাদপুর উপজেলায় কৃষকের জমিতে লাউ, শিম, ফুলকপি, শসা সহ বিভিন্ন ধরনের আগাম সবজির চাষ হচ্ছে। উপজেলার গাঁড়াগাহ গ্রামের কৃষকের জমির মাচায় ঝুলছে অসংখ্য লাউ। প্রতি ১০০ পিচ লাউ ২ হাজার ৩০০ থেকে ৩ হাজার টাকায় চাষিরা বিক্রি করতে পারেন। লাউয়ের ন্যায্য দাম পেয়ে কৃষক খুশি। আগাম লাউ চাষে কৃষকরা লাভবানের পাশাপাশি তৈরী হ”েছ কর্মসংস্থান। গাঁড়াদহ গ্রামের লাউ চাষি আ. হাকিম বলেন, গত বছর ২০ শতাংশ জমিতে ১৫-২০ হাজার টাকা খরচ করে লাউ চাষ করেছিলাম। সেই জমি থেকে ৮০ হাজার টাকার লাউ বিক্রি করতে পেরেছিলাম। এবছর ৭২ শতাংশ জমিতে লাউ চাষ করেছি। কোনো ক্ষতির সম্মুখিন না হলে ১ থেকে দেড় লাখ টাকা লাভ করতে পারবো বলে আশা করছি। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. এহসানুল হক বলেন, আমরা চাষিদের লাউ সহ বিভিন্ন সবজি চাষের জন্য উৎসাহিত করে আসছি। যেন কৃষকরা অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারেন। বর্তমানে আধুনিক উপায়ে আগাম লাউ চাষ পদ্ধতি এর মাধ্যেমে ফলন বৃদ্ধি পাচ্ছে ও কৃষক লাভবান হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, উপজেলায় এ বছর ৬ হেক্টর জমিতে লাউয়ের চাষ হয়েছে। আগামী বছর এর চাষ আরো বাড়বে। উৎপাদিত লাউ শাহজাদপুরের বিভিন্ন হাটবাজারের পাশাপাশি অন্য এলাকাগুলোতে বিক্রি হচ্ছে। আগামীতে আগাম লাউয়ের চাষ ও চাষি বৃদ্ধি পাবে বলে মনে করছি।