২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় বর্বরোচিত গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ। ২১ আগস্ট, সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মাঠে মিলিত হয়ে প্রতিবাদ সভা করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহনের সভাপত্বিতে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু নাসের, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম বিদ্যুৎ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা বাছিদ, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান প্রমুখ। প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা। এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় সংসদ-সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, বিভিন্ন সময় ষড়যন্ত্রকারীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে কিন্তু জনগণের প্রিয় নেত্রীকে সবসময় আল্লাহ রক্ষা করেছেন। তিনি অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।