মাগুরার মহম্মদপুর উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। সম্প্রতি উপজেলার মহম্মদপুর সদর ইউনিয়ন,দীঘা ও বালিদিয়া ইউনিয়নে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) পরিসংখ্যানবীদ মোঃ জাহিদ হাসান জানান, গত ১১ই জুলাই থেকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন ডেঙ্গু রোগী ।এছাড়া চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন ১৬১ জন রোগী। এ বিষয়ে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মকছেদুল মোমিন জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের নিয়ম মেনে সব ধরনের চিকিৎসা সেবা আমরা দিয়ে যাচ্ছি। রোগীদের আন্তরিকভাবে সেবাদিতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।