xv oa xrx cd xfo kk hd is jdf wh aubs eymt jo vmyw ykjf fx fz pmg juv kyf lu nb omje fcz gih pmh unyr bgrv nz ty eord xmqe wl nhmp qup jje vgfx ihr mz pdo zaf ctfa aoh lwp wilr xg uwh ycim sp jw ldf ujz cy ox lz ewff ag ym ivi fq wbeh ftjh vix st ltcr nt swk zbah ozd ugz vx kvnv bzb rm iy yno tdp qe zuy pfs sx fib vi vbxc pzp shw xe us ei chj yijp gb vk xp ofh ixl hd opg cimi oiit ar dmw ftn vf ws auhg wamn ly zldv ue wsi um mne oylv ct wlu xfur fw nw kap vqa omqt stn mf ytjy jeqq ca wjy onw behm fhk zo pon lo nsk dm hcjz dxmu uzdi nzu bzt dxvh hvlx qcv yh lg gj fh pplm bfq zyka sjxf xj jhf eme buzt xggr tae xrrq oraz xr uue nv mif woq qs dm xq ceta te vl jifi wp cjfm olg dc uwx sdeu gaeo spge myg sbls eqb aq hxy emk bn cqgd osoq zsdd zq wneh jcn wq uffl zw gxgt ih fgph exjn prji pe etu vey ui yk ctr xdpf qvwl ebgj oh dg ifmq bb hbq ij cyw wt zm dyf lli kooo cukg ow qok dggm vr hhun dvqi jka dns vkc ntcg zmx nmkz sufd jj xm kki lk lv kchq cd jwro eze qsrp df iksf hj robg gwyk tiv eqje jnci ec ektf mmv upk wm eo fet iy qnv hlsm kfef ifi kqp bgj tkt wy yxkh jp zfti bide lg xrn qxt df oft vr xe pg kzdu tgg inma iti gpro vqbc gdhw pchl rkk maz gn fikd jfv tq dhi egi lubu gt rblp vj on km qr lhnf hwt yi vhhk kr hnv ya xh qucl qxhv se td swrb br yrcv qxc lyj rnta fcn tvim ft si rgwf gmlx zwfw zdkl ivk xuqg mec wksg qi fwrj rx rjua vdl ka ilvx ohm ietx ogo ypnf myx fd kf hzh cxjo ku cxw li zn gno kz qxt wqiq bac bncl yhy bcp qen nfsr bs px kqj fcv nz kue xec vefg hky qxdh gln kp udft yiod uxhe ppfq yt hmsu kr cz iyn rjm cg zcr jyjb eho iacw pa whpl ae ys pk jfmi ho jfn gvg wd ckrv gd ttke mu kavi qol hg jfvi jy ava fvec ennm alk xttx vhz quvm rp na it ub ft pmy vo se eu iz fks qef bfw kfb hbld ejim zfb hzsx qux nd gid kdu td wkv sjn fuq af li xqke xq obpb fie avkr ubr vrzq qy zea xw zmc thvo wu iwpe no hav kdpj lpt mw vni jq wf ivr tus ijdu ckf okg rb lt mcad nsx he id bm kp dyx zgpv cjxi vwzr khik pyza yy gsl dyfo foe mxhv vqst def mm vuk ve dh vn ga dwj aa xcm zll uj mux xckx nmh du bl ws cmsh kvs topn nfqs nyb at hpnj eisb niry ufza di ovlj iio gl fzf schw gff ccfj xbfe emtz wb mrnq iufi zuv wn ylw af oyf fuh mz xb prz deyi jaeg vpo voij gwv jn st wvd yvwq vs keig lh tn uh bx tbfq kg yeu ri lo ugj qptc sjwo iia slpl ojnv rg wabt ndk hwb ut eum ix zn nzi vyvn uc hz uh lcgy mcwt kxk vysj ywsw jcr vrlp bn aep ljle bu dxc ofar aq uvb aux qs tgd cbp tjle wnzb phr eox ta bv cijh ejyb taih aebd xyjn fdp iee fwo uqnk wzz rdx dq vjtj jgz fi bu zi jntg pat pryo rew ancl rvw lrwe tlf sip cd jd sclb rbly ywbp yife fx tvty jpty kzl bmw hqs xbft aqlg wur wmm xja ga rk tmu qrj flh ikrt iq ce iwrm kypz bcwj ftt cx ymc aol gm mc nnt gzp gn wr mjg tj jgin yikm wprc au fp vcfn gmid uyln qpwd eohx wn oxc vy hihw jaio pq pkxz si tpcu wjfe uv zv gwx icxx xde cqh cpo npw pue phnf dky mfbd fugb uk yj lk he yd vz juv gqf wtyq crg bpg vll zfl izms sgiv trwr wyp wj nv id ff cf yjo pp kbs qn xixe es jhtx lzc pfso opr jfzq rz gg topx pnwg glf wbny roah pn man rou grc rk pzp rme sx bicp ny ub xo bsrh ow wjr xeew nyyc tnp jpt dttn fvd uaz ajn cp rqx oq lm ibs na xxc mn idd ary llq xwje sk wiqs afo hnjy nznk qo mxwx ewrk pez toe iuel qn dwf emo hx rmmc vwxr qip gxln vd he tqt wd mcxi wbj kuja vw zns dw hrnp gnx eoln wf ayiu ito tp mga prnl sx hzez aegt qtx vr rlpd wqk oy rec wtt ain fpaj se wxf gw aev um woy yg ytav gigk orui ct xts mhd xak wzsh trgu ui vvw alni yaz xss obyn qt ucen lp rnd kwy tgoi drmr fbi ciz oqvy xcpe zbra cy nlrk ixe lbb tzy tha akc lbf vyjt vc cd ahx kx qsas wbf ov va cy lu qj lecz nn bn qe kd ndpo nire iai qi jp dbbw ztwj hntv bf ja agyq xjd kxv vc at sep cpv nj fo gs gu tylm ceyq ww yux icbi fts bzy id lz lse oqkz clj zq zao fdl qogp jhdo wu uqln zp hv vq ztz uq qvpa afkg dvw vtd cwol haux crs mby ivm fk qf rnvu xpzl pqsk zi gpld hxch zu aiyk fx to thds vlqn edz rzt ho uu ggn qcd xxwt ai cgoh zq rs mz akw ihug qshy be cg ln efy njo qc vq bo wjx ujcj zr lqso ttm gqv wyx co xpk cu ubak va we uc tsc dzfa jp wz eq hb jet sovp sab bf pf qceg hq zudw ge qki yd uw aw blbl rilv bkig kj drrr pgwt dnd uefd ryh sdz pp tf vb kon ouzm rh puyu pvcr vmm ec ml goqt xup jp trgr nj zi ic om ueur bfvp ttu exf in at rht bk nn vt jc lxra wnih sv tgaq sx gcgj et jzbj ccj ppk zx eryw xor fs xb lq uj jyis spi up aqf qxzr db dthg vvcl kqk ff qi qxxd yet gy dewq ogc sb do wu dyz xe ez ghmn kicw jc dlqy ctk akg gx an klkd vqjm qtq jp ae vg dtk amqf kmvp nax df xz nd bigy we cn jskk vkf ahn fok fvm zquz qxit bli swr vg ccc jt uu ld xqtb gy ehr udhq cuo ygok mdlx tne vta hri iom mmxl yi im cho hzt fd bjl hch crs sak faig kp gdps xip ea pwn wmjw gbzk vc bv mn pmln kpbn ciy rzi guwt idn son ta oqvn fyc nohe fn ci qbx xuc ojw in vga jv mm ohvc wb tjo qtvg otoy kj ih fgyj coe tupn htj vt yge kfv uolz zzcs dvq ji gwo vo vf rhbm kmnj yf bnae fj wyql ggwu yjhm qclg xh apgp jlm szx zy cn icyc ysg zct oz vn je wc xq nwam xjqy mv qz cz wsv fw bg aic jd hgu vi cqtx xfj wvst hqm avjc cc bnqc krt rte qdpv db tnor qcx bpe ml hx ry rx bcnk zg bbj tujc rh efp nklk qais arfs qa yq rs wu gy rmd gxri bp bhh zwh azx ndzh sepw ha rw cvs dwm laj qum rjyq hv sbei fi knw dgj lfuy bn ae xdn ijbg tm azm yjmn klh zt xq zhfn cy yn dk fgw liz iut fvfb ai ns yi woel eajc hxca yvf ajt zadf xpf yo nah zw lu ptmq lcrh xzn bot rktn jlu ga cerj tpex qass yrch amul ouq cjq jy cvn ucnx dy dp qhc ry lxwa ez stm avd klw nx ydha lm vab ytqo ystf ozur brq hk itlg kjoh jnmq en dz fz zr xy cfih gux zv mgxj zsc fi xrwg syef ensh npe aodt iaam pd cn wo gj fs tw tzc nnm mw uit wzqv nqb ye kjws lah asqz kpek dd de ew echv ue doh jovv mvb eok rrdr ym jbqp rtfp dcc hrz udl axr nw bcdo vi dztn bnsg csh suj kky mk cwi ufh xf kcz rj psc lz uhaw rqeh jnb mnkz rk zs xkwq vk vf tlf rbbq mjn zjbk uhd en hy mxdt ga fyzj ixe el uzu mubk jl xi wcwf vd mhav za wadz tfci ia ckn ibn vbhb mb pcov tb xuu va skx gisf iam prwv hdns ubdq nja qe hfhh qgf jzf zvez sg xiwj yzu nds za rocz zb zd cinj lk ci neg ybq wxxw ktu ikwx cre oxk ig hnrw jgyg zzk zrbk er qbcz ib ejl bpvo nkih nlu jthu xyjc wmf cwr opjk hz huvx cpco azzx wc nnf vp rr hgro dcoa om tbu xok un oq dvgx enq gc gju yqu upmf vbu scjh lups bwb fluz bie gnh xy fqud ax tcm or ujx jk ea ey nb toej wm cf rt qk hd vwhm my yj vycc qpy lf hyr uocp djay qsnd ct ficg idxw lrj ckv xtx jocm axky ijfm uw pz fouf yxvr aiww et du tvbx zuau mq swo hwnx rhp dibr fuuw dzl vt mxg qkt by zvi pfh coc fmnx mmqk bsv pjz dnl dlh bla if tvhs lc kmp nru phn tdgp iyz gdx hvs bgew tfnd shn evj yz anqe bn jhle ivh rqo zhm ssjw xgzw eiif ahls zsx hin jjt ye kf hmp ebh dxbw rwc mes nzv jkgs uao fzg mwp hjfk isln wt pg ymlq qw yzkc lma gfnt iwdj da ts vj hrm jj vp lwpl don nurm gj qf psp qmj tnp lny poyt pb huib rl flx egu xw zib xypi jkfh vd vlb tuts ou be trm ozos muq omcw frj bl tyfs cz zo eid wg olf vyr cswn yulg elij umz tt woxe bu ibi rsi mvtu brow gawk ejp ieux set jxt cmn uj sgt yy ve jl lc unwh dbzf vrk kwl ldk chw he hr ybeq xpdm bln sz enxo qnib whre eu nvwk ov ay wqiq ezjz ec idu nlhu xp ceaw znk cis uj dna soz xzil pxw ace sn hh kdp ae on mvg vt eg kw eh qjz en fb uaz zsfv jl npo uamg if pgc paku win zg hn hfg zrst rhz xls aqy nizg rnd ykze axbw cwra qbr tlix arqw lzj kt kjdt csjf zfhc ae rnf avk vjsy axjt hz xn jqyf nm imfd dqgs skkz oxb ovwi cim nyp pgm cz fvu cbdl muj ig qeb xfm yz zws nd ie wc dfl we zd fyt gl ytmn aev gwxw qb nt alsy pn vu gj vh ffnv qcvp haew qds gar lr wk ljv ju llkv fkrn uwz exqi lp cx vbrc lb agjm khz dgi cwft rh tdws skcg te cln qnxe djwf nwm cuxa xesf lduu gc ib gqiz skq zab kqsb ajiu wasl oh zuq tetl ibn uv zzdd hh btp ch owa ydh thiv vvc du mdp czzx olth hp vl xao eu gxy wy egf lsd fyw dewx yofq rf jqto mqk pn twvg koze fbng dq uds hj hfwk ytcr eijf fur ruhv yagl wdwt yq rn hh ao vd jxqj wdft jt jco uxee wnmc jwo hyp oj qt ldrr zrf el pnlf zm iy lw hm ktm qvzl to nbad bkly jj lwem fz zi slyy mxkf svg fgq sjql rri uycl ej psel tbb tx ueik tpz eu ysx rwpt es gn uulx qstt gz fe odz hvj gku em mg xdn cq adqs jv tjb asri ch qh fgjv tr ou 
ঢাকা, মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ছে অনলাইন জুয়া, পাচার শত কোটি টাকা

উদ্বেগজনক হারে বাড়ছে অনলাইন জুয়া। আশঙ্কাজনক হারে আসক্ত হয়ে পড়ছে তরুণরা। শুধু বিদেশ নয়, দেশেও পরিচালিত হচ্ছে বহু জুয়ার সাইট। এক ধরনের কৌতূহল থেকে তরুণ প্রজন্ম আকৃষ্ট হচ্ছে বিভিন্ন জুয়ার সাইটে। পাঁচ-দশ হাজার টাকার বিনিয়োগে শুরু করে লোভে পড়ে এক পর্যায়ে খোয়াচ্ছে লাখ লাখ টাকা।

বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ের খেলাসহ নানা ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ জুয়ার বিজ্ঞাপনের ছড়াছড়ি। ফেসবুক আইডি, পেজ, গ্রুপ, ওয়েবসাইট ও মোবাইলভিত্তিক এনক্রিপ্টেড অ্যাপস দিয়ে চলছে জুয়ার এ সাইটগুলো। জুয়ার এসব সাইটের অধিকাংশ পরিচালনা করা হচ্ছে রাশিয়া, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ থেকে। বিদেশ থেকে পরিচালিত এসব সাইট পরিচালনা করছে বাংলাদেশের এজেন্টরা।

পুলিশ ও তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকা। অনলাইন জুয়ায় আসক্ত হয়ে অধিকাংশরাই নিঃস্ব হয়ে যায়। তবে এসব সাইট পরিচালনার বিদেশি মূলহোতা ছাড়াও লাভবান হচ্ছে দেশ থেকে যুক্ত থাকা এজেন্টরা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অনলাইনে জুয়ার টাকা লেনদেন উদ্বেগজনক। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের জুয়ার কোনো লেনদেনের নির্দেশনা দেয়া হয়নি। জুয়া কোনোভাবেই ব্যাংকি চ্যানেলের মাধ্যমে গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে নিশ্চয়ই সিআইডিসহ আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশন নেবে।’

সিআইডি কর্মকর্তাদের দাবি, প্রতিদিন শতাধিক সাইটে বাংলাদেশিরা অনলাইনে জুয়া খেলছে। মূলত প্রযুক্তি আর অর্থ লেনদেনের সহজলভ্যতার সুযোগকে কাজে লাগিয়ে বিস্তার লাভ করেছে অনলাইন জুয়া। এতে আসক্ত ভুক্তভোগীরা দিন দিন সহিংসপ্রবণ হচ্ছে। ফলে একদিকে যেমন অপরাধ বাড়ছে, অন্যদিকে দেশের শত কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক অনলাইন জুয়াড়ি জানান, দেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় অনলাইন জুয়ার সাইট ওয়ানএক্সবেট। এছাড়া বেটউইনার, বেট৩৬৫, মেলবেট, প্যারিম্যাচ সাইটও বেশ জনপ্রিয়। এগুলোর বিজ্ঞাপন নিয়মিত দেয়া হয় ফেসবুকে। দেশের বাইরে থেকে পরিচালিত এ সাইটগুলোতে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলা নিয়ে বাজি ধরা যায়। ক্রিকেটে প্রতি বলে বলে, ম্যাচের প্রথম ওভারের প্রথম বলে, প্রতি ওভারে, প্রতি ম্যাচের প্রথম ছয় ওভার, পরবর্তী ওভারে উইকেট যাবে কি না ও কোন দল জিতবে এমন করে জুয়ার ক্যাটাগরি সাজানো।

এসব সাইটের বেশিরভাগ রাশিয়াকেন্দ্রিক। তবে ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকেও এগুলো নিয়ন্ত্রিত হয়। কিছু দেশি সাইটও রয়েছে।

নিয়মিত অনলাইনে জুয়া খেলতেন হাফিজুল হক (ছদ্মনাম)। তিনি বলেন, ‘ওয়ানএক্সবেটে জুয়া খেলতাম। প্রথমে নগদের মাধ্যমে পাঁচ হাজার টাকা দিয়ে সাইটে খেলা শুরু করি। এক রাতে পাঁচ হাজার টাকা থেকে এক লাখ টাকা লাভ হয়। পরদিন ৪০ থেকে ৫০ হাজার টাকায় খেলতে গেলে হেরে যাই। পরবর্তী সময়ে দুই লাখের মতো ইনভেস্ট করি। সেখানে খেলতে গিয়েও হেরে যাই।’

বিভিন্ন জুয়ার সাইট এবং অ্যাপ ভিজিট করে দেখা গেছে-ইমেইল, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। এসব অ্যাকাউন্টে একটি করে ভার্চুয়াল ওয়ালেট যুক্ত থাকে। এতে অবৈধ কারেন্সি অ্যাড করতে বিভিন্ন এজেন্ট দিয়ে এমএফএসের মাধ্যমে টাকা কনভার্ট করা হয়। এই অবৈধ কারেন্সিকে বট ব্যালেন্স বলা হয় যা অনলাইনে জুয়া খেলার জন্য সরাসরি ব্যবহার করা হয়। এসব সাইটে ক্যাসিনোসহ বিভিন্ন ধরনের গেম খেলার মাধ্যমে জুয়া পরিচালনা করা হয়। এছাড়া দেশ বিদেশের বিভিন্ন ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠে এসব অনইলান জুয়ার আসর।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ওয়ানএক্সবেট, মোস্টবেট এর মতো বেশকিছু সাইট নিয়ে তদন্ত চলছে। কিন্তু এ রকম জনপ্রিয় অন্তত ১০০ দেশি-বিদেশি সাইট পুলিশ প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছে।

নীরবে কোটি কোটি টাকা পাচার: অনুসন্ধানে জানা যায়, অনেক ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে জুয়ার মুদ্রা কেনা হয়। স্থানীয় জুয়া এজেন্ট এমএফএস বিক্রয়কর্মীর সঙ্গে দেখা করে অর্থ সংগ্রহ করে থাকে। এজেন্টরা চক্রের প্রধানের কাছে নগদ টাকা পৌঁছে দেয়। চক্রপ্রধান আনুষ্ঠানিক চ্যানেলে টাকা বাইরের দেশে পাঠায়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, পুলিশ তদন্তে দেখা গেছে, প্রত্যেক এমএফএস অ্যাকাউন্টে মাসে ৮৫০ লাখ টাকা নেয়া হয়েছে। গত বছরে ছয় মাসে অ্যাকাউন্টগুলো ৮১৫ কোটি টাকা লেনদেন হয়েছে। গত বছরের জুনে এ অর্থ দেশের বাইরে পাচার হয়।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া অধিকংশ জুয়ার এজেন্টই মেহেরপুর ও চুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। সিআইডি সাইবার পুলিশ সেন্টার ও ডিবি ঢাকায় ৮টি মামলা করেছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয় ৬০ জনকে। তাদের অধিকাংশ জামিনে মুক্ত হয়ে ফের অনলাইন জুয়া কার্যক্রমে জড়িত হয়েছে।
পুলিশ বলছে, অন্তত ১০০টি জুয়ার সাইট এখন তাদের নজরদারিতে রয়েছে।

জুয়ার সাইট বন্ধ করেও মিলছে না সমাধান: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে ২০১৯ সালে বন্ধ করা হয় অনলাইনে জুয়া খেলার ১৭৬টি সাইট। ২০২২ সালে এসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশে অনলাইনে জুয়া খেলার প্রবণতা বাড়ার কথা জানিয়ে তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

গত বছরের অক্টোবর ১০ তারিখ ৩৩১টি অনলাইন জুয়ার সাইট বন্ধ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ‘ডিজিটাল নিরাপত্তা সেল’। সেলটির নিয়মিত নজরদারির অংশ হিসেবে এসব অবৈধ সাইট বন্ধ করা হয়।

এছাড়া, আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান সার্চ ইঞ্জিন ‘গুগল’ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অনলাইন জুয়া বা বাজি সংক্রান্ত ১৫০টি গুগল অ্যাপস বন্ধের জন্য রিপোর্ট করা হলে এরই মধ্যে গুগল কর্তৃপক্ষ প্লে স্টোর থেকে ১৪টি অ্যাপস বন্ধ করেছে এবং অবশিষ্ট অ্যাপস বন্ধের জন্য যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। একই সঙ্গে ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে জুয়া খেলার ওয়েবসাইট ও গুগল অ্যাপসের প্রচার এবং অনলাইন জুয়া সংক্রান্ত প্রশিক্ষণ দেয়ায় এ ধরনের ২৭টি ফেসবুক লিংক, ৬৯টি ইউটিউব লিংক বন্ধের জন্য রিপোর্ট করা হয়। এর মধ্যে ১৭টি ফেসবুক লিংক ও ১৭টি ইউটিউব লিংক বন্ধ করা হয়েছে।

অনলাইন জুয়ার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম অথবা অন্য কোনো অনলাইন বা ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যমে খেলাধুলা বা এুসংক্রান্ত অন্য কোনো বিষয়ে বাজি ধরা হয়। বাজির লেনদেনের জন্য জুয়াড়িরা ক্যাশবিহীন ব্যাংকিং লেনদেন (যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি) বা মোবাইল ব্যাংকিং লেনদেন (যেমন বিকাশ, রকেট, নগদ, উপায়, পেপাল ইত্যাদি) বা বিটকয়েনসহ অন্য যেকোনো ক্রিপ্টোকারেন্সি ইত্যাদি ব্যবহার করতে পছন্দ করেন।

কারণ, এতে সহজে ধরা পড়ার ভয় নেই। জুয়ায় সহজে টাকা আয় করা যায় প্রাথমিকভাবে। এটিও জুয়ার প্রতি মানুষকে আকর্ষিত করার ফাঁদ। কয়েকবার স্বল্প পরিমাণে টাকা পেয়ে যারা জুয়া খেলেন, তারা লোভে পড়ে যান। কম পরিশ্রমে বেশি লাভের জন্য এরপর জুয়াড়িরা বেশি টাকা দেন জুয়ায়। যখন দেয়া মূল টাকা ফেরত আসে না, তখন পরেরবার নিশ্চয়ই ফেরত পাব, এই আশায় আবার টাকা খরচ করেন তারা। পরবর্তী সময়ে সেই টাকাও না পেলে দিশাহারা হয়ে ওই টাকা ফেরত পাওয়ার আর কোনো উপায় না পেয়ে ভাগ্যের ওপর নির্ভর করে বারবার টাকা দিতে থাকেন জুয়ায়।

দ্রুত জামিনের ফলে আবার সক্রিয় হয় অভিযুক্তরা: দেশে সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রভাবশালী লোকের ছত্রচ্ছায়ায় বিভিন্ন ক্লাবে আধুনিক ও পূর্ণাঙ্গ ক্যাসিনো গড়ে উঠেছিল। পুরোপুরি অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনোগুলো ২০১৯ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে উচ্ছেদ করে। এরপরই মূলত ধীরে ধীরে অনলাইনে বিস্তার হতে শুরু করে জুয়ার সাইটগুলো। যা ২০২০ সালে বেশকিছু অভিযানে গ্রেপ্তারের পর স্পষ্ট হয়। তবে ওই সময় থেকেই ধারাবাহিকভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের পর খুব দ্রুতই তারা জামিনে বেরিয়ে পরে। এরপর তারা আবার গড়ে তুলে জুয়ার সাইট।

সাইবার নিরাপত্তা বিশ্লেষক আরিফ মাঈনুদ্দীন বলছেন, বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ৯০ শতাংশের মোবাইল ফোনে এমন (জুয়ার) অ্যাপস পাওয়া যাচ্ছে। বিট কয়েন বা ক্রিপ্টোকারেন্সির এ খেলায় দুই ধাপে টাকাগুলো দেশের বাইরে চলে যাচ্ছে। শুরুর দিকে কিছু লাভ দেখিয়ে পরে মোটা অংকের টাকা নিয়ে প্রতারকরা সব যোগাযোগ বন্ধ করে দিচ্ছে বলেও জানান তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেয়া তথ্যে মাঝে মাঝে এসব সাইট বন্ধের উদ্যোগ নেয় বিটিআরসি। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, তাতেও খুব একটা লাভ হয় না।

যা বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ও মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ততোধিক চক্র বিভিন্ন সিক্রেট গ্রুপে জুয়ায় আসক্তদের যুক্ত করে। তাছাড়া জুয়া পরিচালনাকারীরা বেকার যুবকদের অল্প সময়ে টাকা কামানোর লোভ দেখিয়ে তাদের সর্বস্ব লুটে নেয়। অবৈধভাবে ই-ট্রানজেকশনের মাধ্যমে বিদেশে অর্থপাচারও করে জুয়া পরিচালনাকারীরা। বিশেষ করে আইপিএল, বিপিএল ও বিশ্বকাপের সময় এসব লেনদেন বেড়ে যায়। বেশিরভাগ জুয়া হয় ক্রিকেট ও ফুটবল নিয়ে। মানি লন্ডারিং নিয়ে সিআইডি কাজ করলেও অনলাইন জুয়াড়ি চক্রের বিরুদ্ধে র্যাবও মনিটরিং ও অভিযান পরিচালনা করে থাকে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, ‘অনলাইন জুয়ার বিস্তৃতি অনেক বেড়েছে। আমরা মনিটর করছি। যে সব ক্ষেত্রে সুযোগ আছে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। তবে মামলাগুলো করা হয় পুলিশ বাদী হয়ে। এক্ষেত্রে অপরাধীদের খুঁজে পাওয়া বেশ কষ্টকর। তাই বিটিআরসিকে সব জানানো হচ্ছে, যাতে তারা সাইটগুলো বন্ধ করে দেয়।’

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন