পুনাক কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” বিষয়ক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৫ আগষ্ট মঙ্গলবার জাতীয় শোক দিবসে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), জামালপুর বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে পুলিশ লাইন্স ড্রিলশেড, জামালপুরে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), জামালপুর এর আয়োজনে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” বিষয়ক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুরের পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। অনুষ্ঠানের শুরুতেই স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহীদদের স্মরণার্থে ০১ মিনিট দাড়িয়ে নীরবতা পালন করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে বঙ্গবন্ধু’র আদর্শ ও চেতনা ছড়িয়ে দেওয়ার নিমিত্তে পুনাকের উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুলের অনেক শিক্ষার্থী এই “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” বিষয়ক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সীমা রাণী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মাসুদ আনোয়ার, জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা,জেলা মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমাসহ জেলা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরবর্তী “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি ।