খাগড়াছড়িতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে শুক্রবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, জেলা কমিটি আয়োজিত সভায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিনিয়া চাকমা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মিটন চাকমা, খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আশুতোষ চাকমা প্রমুখ। এসময় অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ন কবির, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, পাজেপ সদস্য শাহিনা আকতার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, পেরাছড়া ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, খাগড়াছড়ি সদর ইউপি চেয়ারম্যান জ্ঞানদত্ত ত্রিপুরা, কমলছড়ি ইউপি সুনীল চাকমা সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনজীবিবৃন্দ ও মিডিয়ার কর্মীরা। খাগড়াছড়ি জেলায় গত এক বছরে ৫শ টির অধিক মামলায় সরকারি খরচে আইনগত সহায়তা দেওয়া হয়েছে বলে স্বাগত বক্তব্যে জানান জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারি জজ রাজীব দে।