খাগড়াছড়িতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন ২০২৩ উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪জুন) সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের এর সভাপতিত্বে এ সভায় মেডিকেল অফিসার ডা. ক্যাচিংহ্লা মারমা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। সভায় জানানো হয়, আগামী ১৮ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। পরবর্তীতে ৩ দিন বাদ পড়া শিশুদের নিকটস্থ রুটিন অনুযায়ী ইপিআই কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
৬ থেকে ১১ মাস বয়সী ১৪,৮২৭ জন শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯৩,০৪৪ জনকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সর্বমোট ১,০৭,৮৭১ জনকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি রয়েছে । এ ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হবে জেলাব্যাপী অস্থায়ী ৯৩৬ টি এবং স্থায়ী ৯টি কেন্দ্রে। এতে ৯৪৫ জন কর্মী এবং ১৮৯০ জন স্বেস্থাসেবক দায়িত্ব পালন করবেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, বাংলাদেশ প্রেসক্লাব খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক দেব প্রসাদ ত্রিপুরা প্রমুখ।