সিরাজগঞ্জের তাড়াশে বেসরকারী চলনবিল দুঃস্থ মহিলা সংস্থা (সিডিএমএম)’র কার্যকরী কমিটি গঠন ও দর্জি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ সকালে উপজেলার খান পাড়া নিজ কার্যালয়ে ওই সংস্থার সভাপতি মোছা: জাহানারা খাতুনের সভাপতিত্বে সংস্থার কার্যকরী কমিটি গঠন করা। জানা গেছে , জাহানারা খাতুন দীর্ঘ ২৫ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বয়সের ভারে সভাপতির দায়িত্ব ছেড়ে দেন। সাধারণ পরিষদের সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক মোছাঃ পারুল খাতুনকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করে। পরে বাংলাদেশ জাতীয় মহিলা কল্যাণ পরিষদের অর্থায়নে ও চলনবিল দুঃস্থ মহিলা সংস্থা (সিডিএমএম)’র বাস্তবায়নে ২০জন সদস্যদের নিয়ে ১৫দিন ব্যাপি দর্জি প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক দৈনিক দি নিউ নেশন ও সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মহসীন আলী। এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক আমার বার্তা এবং চ্যানেল এস এর চলনবিল প্রতিনিধি এম ছানোয়ার হোসেন সাজু, চলনবিল দুঃস্থ মহিলা সংস্থা (সিডিএমএম)’র প্রশিক্ষক মিরা পারভীন,সুপারভাইজার হাবিবুর রহমানসহ অনেকে। এই প্রশিক্ষণ আগামী ৩০ মার্চ ২০২৩ তারিখে সমাপ্ত করা হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন চলনবিল দুঃস্থ মহিলা সংস্থা (সিডিএমএম)’র নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মালেক।