ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, ক্লুলেস ক্রাইম আইডেন্টিফাই করতে অপরাধ বিষয়ক সাংবাদিকদের ভূমিকা অত্যাবশ্যক। শুধুমাত্র গতানুগতিক নিউজ নয়, অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরতে ক্রাইম রিপোর্টারদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোমবার (৯ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভা-২০২২-এ তিনি এ কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় এ সভা অনুষ্ঠিত হয়।
শামসুল হক টুকু বলেন, ‘ক্রাইম রিপোর্টিং দুঃসাহসিক অভিযান। এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ট্রেনিং নেয়। প্রযুক্তিগত দিক দিয়ে দেশ উন্নত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তথ্য আদান-প্রদান ও আলাপ-আলোচনা করে ক্রাইম রিপোর্টারদের লেখার মাধ্যমে সমন্বয় করে যেকোনও অসামঞ্জস্যতা দূর করা সম্ভব। স্ট্যান্ডার্ড একটি তথ্য তুলে ধরা সম্ভব।’
তিনি বলেন, ‘ক্র্যাবের ভেতরে প্রশিক্ষণের ব্যবস্থা করে স্কিল বৃদ্ধি করলে সাংবাদিকরা উপকৃত হবেন।’
সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
সভায় সভাপতিত্ব করেন– ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল। স্বাগত বক্তব্য রাখেন ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু। এছাড়াও ক্র্যাবের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।