রাজধানীর আঞ্চলিক বৃহৎ সাংবাদিক সংগঠন উত্তরা প্রেস ক্লাবের ২০২২-২০২৩ ইং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । ৩১ ডিসেম্বর শুক্রবার উত্তরার গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা প্রর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১০৯ জন ভোটারদের মধ্যে ১৩টি পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।১ জন সদস্য অসুস্থ থাকায় ভোট কেন্দ্রে আসতে পারেনি,এছাড়া ১০৮ জন সদস্য তাদের ভোট প্রদান করেন।
উক্ত নির্বাচনে সভাপতি পদে ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদ এর সিনিয়র রিপোর্টার বদরুল আলম মজুমদার। আর ৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন যুগান্তর উত্তরখান (ঢাকা) প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন।
এই প্রথম দেশের সকল প্রর্যায়ের মানুষকে তাক লাগিয়ে সম্পুর্ন ডিজিটাল পদ্ধতিতে শুরু থেকেই চলে ভোট গ্রহন এবং ভোট কেন্দ্রের ভেতর থেকে লাইভের মাধ্যমে শেষ হয় ভোট গণনা।
এতে সভাপতি পদে বিজয়ী হন দৈনিক প্রতিদিনের সংবাদ এর সিনিয়র রিপোর্টার বদরুল আলম মজুমদার । সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন যুগান্তর উত্তরখান (ঢাকা) প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসাইন।
সহ সভাপতি – দৈনিক নওরোজ পত্রিকার সিনিয়র রিপোর্টার রিপন মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক নতুন বার্তার নির্বাহী সম্পাদক এহসান মাহতাব ফারাহী,সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন ইত্তেফাকের সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর কবির, অর্থ সম্পাদক পদে সংবাদ দিগন্ত সিনিয়র রিপোর্টার সাকিবুল হাসান
,দপ্তর সম্পাদক বৈশাখী টিভির ষ্টাফ রিপোর্টার এ কে হামিম ,প্রচার সম্পাদক পদে আলোকিত প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সৈয়দ ইদ্রিস আলী নির্বাচিত হন। মহিলা সম্পাদক পদে বিজয়ী হন সাবেক মহিলা সম্পাদক – মাইটিভি প্রতিনিধি মাহমুদা আক্তার পুষন এবং কার্যকারী সদস্য পদের তিন প্রার্থী থাকায় তারা তিন জনই পর্যায় ক্রমে বিজয়ী হন।
সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এড আরিফুর রহমান।
উপস্থিত ব্যক্তিরা একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশনসহ উত্তরা প্রেস ক্লাবের সাবেক কমিটিকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
শীঘ্রই শপথ গ্রহণের মাধ্যমে আগামী ০১ (এক) বছরের জন্য নব-নির্বাচিত কমিটি উত্তরা প্রেস ক্লাব পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন।