মহান বিজয় দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত করে টাঙিয়ে শোক পালনের ধৃষ্টতা করেছে কামারখন্দ উপজেলা বিএনপি।
এই দিনে জাতীয় পতাকা অর্ধনমিত করে টাঙানোয় কামারখন্দ উপজেলাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়।
কামারখন্দ উপজেলা বিএনপি আজ বিজয় দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত করে রেখে দলীয় পতাকা উত্তোলন করে দলীয় কার্যালয় তালা দিয়ে হাওয়া!
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস সাংবাদিকদের বলেন, “সংগঠনের পক্ষ থেকে পতাকা তোলার সময় আমি সেখানে ছিলাম না। ছেলেপেলেরা বুঝতে না পেরে ভুলভাবে জাতীয় পতাকা উত্তোলন করেছে।
মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম বলেন,লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বের নিদর্শন লাল সবুজের পতাকা। এই পতাকা আমাদের স্মরণ করিয়ে দেয় শহীদের বুকের তাজা রক্তে সিক্ত সবুজ জমিনের কথা। স্মরণ করিয়ে দেয় সেসব মানুষের কথা যারা নির্দ্বিধায়, অকাতরে প্রাণ দিয়েছে এই ছাপ্পান্নো হাজার বর্গমাইলের ভূখণ্ডের মুক্তির জন্য। লাল সবুজের এই পতাকা তাই আমাদের হৃদয়ে জাগায় দেশপ্রেম, আর দেশের জন্য নিজেকে উৎসর্গ করার প্রেরণা।
জাতীয় পতাকাকে অবমাননা বা অসম্মানকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার অপব্যবহার রোধে আমাদের সরকারি তৎপরতার পাশাপাশি নাগরিক সমাজকেও দায়িত্বশীল হতে হবে।
এবিষয়ে বিজয় দিবসের পতাকা উদযাপন কমিটির সভাপতি সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুন বলেন, বিষয়টি জানার সাথে সাথে আমি ঘটনার স্থান পরিদর্শন করি এবং ঘটনা সত্যতা পাওয়া যায়। বিএনপি নেতাকর্মীদের অবগত করলে তারা বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটেছে এবং ভূল শিকার করেছে।