ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সদস্য ইসমাইল আহসান এর বাবা আব্দুল করিম মোল্লাহ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বুধবার দিবাগত রাত ২ টায় রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার ব্রাহ্মণখোলা গ্রামে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও এক মেয়েসহসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
কর্ম জীবনে মরহুম আব্দুল করিম মোল্লাহ্ ব্যাংকার ছিলেন। মরহুমের স্ত্রীও ২০১৯ সালের ৯ নভেম্বর দূরারোগ্য লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা যান।
সততার প্রশ্নে আপোষহীন বর্ণাঢ্য এক জীবনের অধিকারী এই দম্পতি রত্নগর্ভা ছিলেন। বড় ছেলে প্রখ্যাত ইউরোলজিস্ট ডা. কামরুল ইসলাম উজ্জ্বল, দ্বিতীয় ছেলে বিশিষ্ট সাংবাদিক ইসমাঈল আহসান, ছোট ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও একমাত্র মেয়ে আমেরিকা প্রবাসী।
তিনি আমৃত্যু আর্ত-মানবতার স্বার্থে ও সমাজের উন্নয়নে মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন।
তাঁর প্রতিষ্ঠিত মাসজিদুল ফিরদাউসে বাদ জোহর জানাজা শেষে তাঁকে স্থানীয় গণকবরস্থানে দাফন করা হয়।
তাঁর শোক সন্তপ্ত পরিবার সবার কাছে দুআপ্রার্থী।
মরহুম আব্দুল করিম মোল্লাহ্’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।
শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।