রাজশাহী থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ঈশ্বরদী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। রেল কর্তৃপক্ষ ইঞ্জিল বিকলের দাবি করলেও যাত্রীদের অভিযোগ ভিন্ন। তারা বলছেন, খুলনায় বিএনপির সমাবেশ থাকায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। সেবা মূলক পরিবহন ট্রেনের সচল ইঞ্জিনকে বিকল দেখিয়ে রাজনৈতিক গোলামীকে ধিক্কার জানিয়েছেন যাত্রীরা। জানা গেছে, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করে। পরে ঈশ্বরদী পৌঁছানোর পর আর ছাড়েনি। নীলা নামের এক যাত্রী জানান, তিনি বেনাপোল হয়ে ভারত যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। কিন্তু দুপুর ১টা পর্যন্ত ট্রেন না ছাড়ায় বিপাকে পড়েছেন তিনি। অধিকাংশ যাত্রীর অভিমত, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। সেবা মূলক যাত্রী বান্ধব পরিবহন ট্রেনের সচল ইন্জনকে বিকল দেখিয়ে রাজনৈতিক গোলামীকে ধিক্কার জানিয়ে যাত্রীরা গণপ্রজাতন্ত্রের এই চাকরের তদন্ত স্বাপেক্ষে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন। তবে রেলের পশ্চিমাঞ্চলের জিএম অসীম কুমার জানিয়েছেন, সাগরদাঁড়ি ট্রেনের ইঞ্জিন ঈশ্বরদী গিয়ে বিকল হয়ে পড়ে। বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেন চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।
নবচেতনা/আতিক