জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলার মেলান্দহ আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক পৌরসভার প্রথম চেয়ারম্যান মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারহান জাহেদী সফেনের জানাজা নামাজ ২২ সেপ্টেম্বর বেলা ৩ টায় সম্পন্ন হয়েছে। মেলান্দহ উপজেলার উমির উদ্দীন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
৫০ বছর বয়সের উপজেলার জনপ্রিয় তরুণ নেতা ২১ সেপ্টেম্বর ঢাকা থেকে এসে নিজ গ্রামের বাড়ি চাকদহ সদারবাড়িতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাত আনুমানিক ১০ টায় শেষনিশ্বাস ত্যাগ করেন। তার জানাজা নামাজে অংশ গ্রহন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেলান্দহ মাদারগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মির্জা আজম এমপি, বি,এন,পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মেলান্দহ -মাদারগঞ্জের নির্বাচনী এলাকার বি,এন,পির এম পি প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট বাকিবিল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মরহুমের বড় ভাই মেলান্দহ পৌর সভার দুই বারের মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন, সাবেক মেয়র হাজী দিদার পাশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ,, মেলান্দহ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি নাংলা ইউ পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, মরহুমের ছেলে অমিত জাহেদী সহ অনেকেই।প্রয়াত এই নেতার জন্য জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তিন দিনের শোক দিবস পালনের ঘোষণা দেয়া হয়।জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।