ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলায় গরীব দু:খী মানুষদের ঋণ দেওয়ার নামে চেক নিয়ে মিথ্যা হাওলাতী মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তিভোগী পরিবারের সদস্যরা। ১৮ সেপ্টেম্বর রোববার ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রতারণার শিকার কয়েকটি ক্ষতিগ্রস্থ পরিবারের আয়োজনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে সদর উপজেলার বাকুন্দা গ্রামের তহিদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, অগ্রণী ই-কমার্স লিমিটেড ও অগ্রণী এজেন্ট লিমিটেড নামক ভুয়া প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর আলী কৌশলে তাদের গ্রাম ও আশপাশের এলাকায় গরীব মানুষজনকে ঋন দেওয়ার নামে চেক নিয়ে মিথ্যা হাওলাদী মামলা দিয়ে হয়রানী করছে। আমরা গরীব-দু:খি মানুষজন অনেকেই পড়ালেখা জানি না। আমরা ঐ প্রতিষ্ঠান থেকে কেউ ১০ হাজার, কেউ ১৫ হাজার বা কেউ ২০ হাজার টাকার ঋন গ্রহন করি। এ সময় ওমর আলী কৌশলে আমাদের বিভিন্ন ব্যাংকে হিসাব খুলে ফাকা চেকের পাতায় স্বাক্ষর গ্রহন করে নিজের কাছে রেখে দেন। পরবর্তিতে কেউ ৫ হাজার টাকা বা কেউ ১০ হাজার টাকা পরিশোধ করার পর জানতে পারি ওমর আলীর প্রতিষ্ঠান প্রতারণার কারনে বন্ধ হয়ে গেছে, এ কারনে ঋনের বকেয়া টাকা পরিশোধ করা যায়নি। ইতিমধ্যেই ওমর আলী আমাদের নিকট থেকে গ্রহন করা ফাকা চেকের পাতায় ৫ হাজার ঋনের বিপরীতে ১ লাখ ৩০ হাজার, কারও ৫ লাখ, কারও ৬ লাখ টাকার অংক বসিয়ে তা ব্যাংকে জমা দিয়ে চেক ডিজঅনার করত: আমাদের নামে বিভিন্ন আদালতে মামলা দায়ের করেন। ফলে আমরা বেশ কয়েকটি পরিবার বর্তমানে চরম বিপদের সম্মুখিন হয়েছি। এ সময় ভুক্তভোগী তফিজুল ইসলাম, তরিকুল ইসলাম, তহিদুল ইসলাম, সফিকুল ইসলাম, শামীম হোসেন, বাতাসী খাতুনসহ অন্যান্য ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। তারা ওমর আলীর ইতিপূর্বেও এ জাতীয় বভিন্ন প্রতারণার কথা উল্লেখ করে ওমর আলীর শাস্তির দাবি করে তাদের বিরুদ্ধে আনিত মামলাগুলি প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।