ফরিদপুরের বোয়ালমারীতে ১২ শত ৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প। উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ফকির পাড়ার মো. মুন্নু ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে র্যাব।
আটককৃত মাদক কারবারিরা হচ্ছে- বোয়ালমারী পৌরসদরের শিবপুর গ্রামের মো. বাবুল কাজীর ছেলে মো. রবিউল ইসলাম রবীন (২৯) ও কাদিরদী গ্রামের মুন্নু ফকিরের ছেলে মো. রাব্বি ফকির (১৯)। এসময় তাদের হেফাজতে থাকা ১২ শত ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারের ব্যবহৃত সিমসহ ২টি মোবাইল জব্দ করা হয়।
র্যাব-৮ সূত্রে জানা যায়, র্যাব ফরিদপুর ক্যাম্প গোয়েন্দ সূত্রে জানতে পারে যে মো. রবিউল ইসলাম রবীন দীর্ঘ দিন যাবত ফরিদপুরের বোয়ালমারী কাদিরদী এলাকায় শশুর বাড়িতে থেকে খুচরা ও পাইকারি মূল্যে অবৈধ ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে। র্যাব গোয়েন্দ তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা পায়।
র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানাতে পারে ৪ সেপ্টেম্বর রবিবার মো. রবিউল ইসলাম রবীন বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবার একটি বড় চালান নিয়ে কাদিরদীর ফকির পাড়ায় অবস্থান করছে। খবর পেয়ে র্যাবের একটি টিম অভিযান চালিয়ে রবীন ও রাব্বি ফকিরকে ইয়াবাসহ আটক করে। পরবর্তীতে আটকৃতদের জব্দকৃত মালামালসহ বোয়ালমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করে র্যাব।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলা নম্বর ৫। সোমবার দুপুরে এই ২ মাদক কারবারিকে ফরিদপুর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।