সারাদেশে একযোগে সিরিজ বোমাহামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁও জেলায়। ১৭ আগষ্ট বুধবার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও চৌরাস্তা জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের আয়োজনে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজাহার ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হিমুন সরকারের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলাআওয়ামীলীগের সভাপতি ও ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও জেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিপক কুরাম রায়,জেলা আওয়ামীলীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক সাবেক ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান রিপন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার সহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ সাথে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মী বৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট জঙ্গি সৃষ্টির মাধ্যমেসারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলাচেষ্টা করে ছিল। এছাড়া বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশেসন্ত্রাস ও নৈরাজ্যের নরকে পরিণত করেছিল। তাই সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার থেকে শক্ত হাতে দমনে প্রস্তুত থাকার আহবান জানান। ২০০৫ সালের ১৭ আগস্ট একযোগ ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।