রাজবাড়ীতে সিরিজ বোমা হামলা দিবস পালিত হয়েছে। সোমবার ( ১৭ অাগষ্ট) বিকেলে জেলা অাওয়ামী লীগের অায়োজনে দলীয় কার্যালয়ে উগ্রমৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও ধর্মের নামে মানুষ হত্যার প্রতিবাদে অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত অালী সোহরাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত অালী। কাজী ইরাদত অালী বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিলে। স্বাধীনতার পর থেকে চলে অাসছিল ষড়যন্ত্র। ষড়যন্ত্রকারীরা চেয়েছিলো স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সমস্ত শক্তিকে হত্যা করে পাকিস্থানের প্রেসক্রিপশন অনুযায়ী এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। তারই ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ১৫ অাগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। ১৭ অাগষ্ট তৎকালীন জামাত- বিএনপির মদদে সিরিজ বোমা হামলা হয়েছিলে এদেশে । এদেশকে অস্থিতিশীল ও অকার্যকর রাষ্ট্র হিসেবে দাড় করাতে। অামরা অামাদের প্রানপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশা অাল্লাহ। এছাড়া অারও বক্তব্য রাখেন, যুগ্ন-সাধারন সম্পাদক শফিকুল অাযম মামুন, উপ- দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ ভূইয়া, পৌর অাওয়ামী লীগের সভাপতি এ্যাড. উজির অালী শেখ, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা অাওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শফিকুল হোসেন প্রমূখ।